• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

দুর্বৃত্তের ছোড়া এসিডে ঝলসে গেল গৃহবধূর মুখ

  সিরাজগঞ্জ প্রতিনিধি

১৭ জুলাই ২০১৯, ১৮:৪১
আহত
এসিড নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত গৃহবধূ আঙ্গুর খাতুন (ছবি : দৈনিক অধিকার)

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় আঙ্গুরী খাতুন (১৯) নামে এক গৃহবধূর ওপর এসিড নিক্ষেপ করে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই গৃহবধূর মুখ, পিঠ ও হাত এসিডে দগ্ধ হয়। মঙ্গলবার (১৬ জুলাই) রাতে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের দোগাছী গ্রামে এ ঘটনা ঘটে।

এসিড নিক্ষেপের ঘটনায় দগ্ধ আঙ্গুরী খাতুন একই গ্রামের তাঁত শ্রমিক শাহাদত হোসেনের স্ত্রী। এ ঘটনায় গুরুতর অবস্থায় তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

গৃহবধূর স্বামী শাহাদত হোসেন জানান, মঙ্গলবার রাতে নিজ ঘরের দরজার পাশে বসে রাতের খাবার খাচ্ছিলেন তারা। এ সময় হঠাৎ অজ্ঞাত এক ব্যক্তি এসে আঙ্গুরী খাতুনের মুখে এসিড ছোড়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শামীমুল ইসলাম জানান, এসিড নিক্ষেপের ঘটনায় ভিকটিমের শরীরের প্রায় ৮ থেকে ১০ শতাংশ ঝলসে গেছে। এ ব্যাপারে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল ইসলাম জানান, গৃহবধূর শরীরে এসিড নিক্ষেপ করা হয়েছে বলে জানতে পেরেছি। তবে এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন পুলিশের ওই কর্মকর্তা।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড