• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

নেত্রকোণায় সেপটিক ট্যাংকিতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

  দুর্গাপুর প্রতিনিধি, নেত্রকোণা

১৭ জুলাই ২০১৯, ১৭:০৩
লাশ উদ্ধার
দুই শ্রমিকের লাশ ( ছবি : দৈনিক অধিকার)

নেত্রকোণার দুর্গাপুরে নবনির্মিত সেপটিক ট্যাংকিতে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুলাই) দুপুরে কাকৈরগড়া ইউনিয়নের শান্তিপুর গ্রামে হাফিজ উদ্দিনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন- একই এলাকার আবুল কাশেমের ছেলে শাহজাহান (৩০) ও উমর আলী তালুকদাদের ছেলে মোস্তফা (৪৫)।

স্থানীয়রা জানায়, হাফিজ উদ্দিনের বাড়িতে দুমাস আগে নির্মাণ করে ফেলে রাখা সেপটিক ট্যাংকিতে বুধবার দুপুরে বাকি কাজ শেষ করতে আসেন দুই নির্মাণ শ্রমিক। প্রথমে শাহাজান ট্যাংকিতে নামলে তা কোনো সাড়া শব্দ পেয়ে মোস্তফাও ট্যাংকিতে নামেন। কিছুক্ষণ পর তারও কোনো সাড়া শব্দ না পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে দুর্গাপুর থানায় খবর দিলে পুলিশ এসে ফায়ার সার্ভিসকে খবর দিয়ে লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র দাস জানান, বন্ধ থাকা ট্যাংকিতে গ্যাস জমে বিষাক্ত হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। পরিবারের লোকজনের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হবে। তবে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড