• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডুবে গেছে কাপ্তাইয়ের ঝুলন্ত সেতু

  রাঙ্গামাটি প্রতিনিধি

১৭ জুলাই ২০১৯, ১৬:৪৭
কাপ্তাইয়ের ঝুলন্ত সেতু
ডুবে গেছে কাপ্তাইয়ের ঝুলন্ত সেতু ( ছবি : দৈনিক অধিকার)

টানা বর্ষণ ও ভারতের মিজোরাম থেকে নেমে আসা ঢলে কাপ্তাই লেকের পানি বেড়ে ঝুলন্ত সেতু ডুবে গেছে। সেই সঙ্গে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম আব্দুজ্জাহের জানান, স্বাভাবিক নিয়মে বর্তমান সময়ে কাপ্তাই হ্রদে ৮৬ দশমিক ৪০ এমএসএল (মিনসি লেভেল) পানির থাকার কথা থাকলেও তা ১৯ দশমিক ৯ ফুট বেড়ে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত গিয়ে পরিমাণ দাঁড়িয়েছে ১০৬ দশমিক ৭৮ এমএসএল পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

এ দিকে কাপ্তাই বাঁধে পানির ধারণ ক্ষমতা সর্বচ্চ ১০৯ এমএসএল হওয়ায় বাঁধ রক্ষায় ১৬টি স্পিলওয়ে দিয়ে কাপ্তাই হ্রদ হতে কর্ণফুলী নদীতে ছয়টি করে সব মিলিয়ে প্রতি সেকেন্ডে ২৭ হাজার কিউসিক পানি ছেড়ে দেওয়া হচ্ছে।

ব্যবস্থাপক জানান, বিদ্যুৎ কেন্দ্রের চারটি ইউনিট চালু রেখে টারবাইনের মাধ্যমে প্রতি সেকেন্ডে আরও ২৪ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে ফেলা হচ্ছে। এতে বর্তমানে সর্বোচ্চ ১৬৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

এ দিকে কাপ্তাই লেকের পানি বৃদ্ধি পাওয়ায় রাঙ্গামাটি শহর, বাঘাইছড়ি, নানিয়ারচর, বিলাইছড়ি, লংগদুসহ বরকল উপজেলার তীরবর্তী প্রায় ১৯টি গ্রাম প্লাবিত হয়েছে। পাশাপাশি কাপ্তাই বাঁধের পানি ছাড়ায় এবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া, রাউজান, হাটহাজারি, বোয়ালখালী, ফটিকছড়িসহ কয়েকটি উপজেলা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অপরদিকে কাপ্তাই লেকে পানি বাড়ার কারণে রাঙ্গামাটি পর্যটকদের প্রধান আর্কষণ ঝুলন্ত সেতু, গতকাল বুধবার বিকালে ডুবে গেছে। পর্যটন কর্তৃপক্ষ ঝুলন্ত সেতুতে চলাচল না করতে দর্শনার্থীদের আহ্বান জানিয়ে সর্তকতামূলক নোটিশ ঝুলিয়ে দিয়েছেন।

এ ব্যাপারে পর্যটন মোডেল ব্যবস্থাপক সৃজন কান্তি বড়ুয়া বলেন, গত কয়েক দিনের টানা ও ভারী বর্ষণে ধারণ ক্ষমতার বাইরে লেকের পানি বেড়ে যাওয়ায় পর্যটন ব্রিজের উপর প্রায় দেড় ফুট পানি উঠেছে। যার কারণে কর্তৃপক্ষ ব্রিজের ওপরে সকল ধরনের চলাচল নোটিশ জারি করে। ব্রিজের পানি না নামা পর্যন্ত পর্যটকদের চলাচলে সতর্ক করে নোটিশ দেওয়া হয়েছে।

ওডি/এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড