• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

বন্যার পানি নেমে গেলেও রেখে গেছে ধ্বংসচিহ্ন

  চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম

১৭ জুলাই ২০১৯, ০৯:৪৩
সড়ক
বেহাল দশায় চন্দনাইশ উপজেলার সড়ক (ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় টানা নয় দিনের অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানি নেমে গেলেও রেখে গেছে তার ধ্বংসচিহ্ন। বন্যার কারণে উপজেলার ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের অভ্যন্তরীণ সড়কগুলো ক্ষত-বিক্ষত হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ার কারণে যানবাহন চলাচলে বাধার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকালে পায়ে হেঁটে ক্ষতিগ্রস্ত সড়কগুলো পরিদর্শন করেছেন চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী। এ সময় বন্যার পানিতে ধসে পড়া মাটির ঘর ও ক্ষতিগ্রস্ত বসত বাড়ি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

বিভিন্ন সড়ক পরিদর্শনকালে জব্বার চৌধুরী বলেন, বন্যার কারণে চন্দনাইশ উপজেলায় অভ্যন্তরীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুততম সময়ে ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কার করতে উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবছর বর্ষা মৌসুমে অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে গ্রামীণ সড়কগুলো ক্ষয়-ক্ষতি হচ্ছে।

পরিদর্শন কালে উপস্থিত ছিলেন- চন্দনাইশ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, উপজেলা আ. লীগ সাংগঠনিক সম্পাদক এম. বাবর আলী ইনু, শাখাওয়াত হোসেন শিবলী, গাছবাড়িয়া সরকারি কলেজের প্রাক্তন ভিপি শেখ টিপু চৌধুরী, দোহাজারী পৌরসভা আ. লীগ সভাপতি মোহাম্মদ আবদুল শুক্কুর, উপজেলা যুবলীগ সদস্য এইচ. এম শহীদ আলী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চন্দনাইশ শাখা সভাপতি আমজাদ চৌধুরী, দক্ষিণ জেলা হকার্স লীগ আহবায়ক দেলোয়ার হোসেন, ব্যবসায়ী বদিউল আলমসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড