• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

নড়াইলে ২৪ ঘণ্টায় আটক ১০

  নড়াইল প্রতিনিধি

১৬ জুলাই ২০১৯, ২১:২৭
আটক
নড়াইলে মাদক বিরোধী অভিযানে আটক মাদক কারবারিরা (ছবি : দৈনিক অধিকার)

নড়াইলে মাদক বিরোধী অভিযানে ১০ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকা থেকে ১০ জনকে আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে ৪১৬ পিস ইয়াবা, ৫৩০ গ্রাম গাঁজা এবং ১০ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- লোহাগড়া থানার মঙ্গলহাটা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. বাবুল শেখ ওরফে ধলা বাবুল (৩৫), মতিয়ার মোল্যার ছেলে রনি (৩২), চরকালনা গ্রামের আসাদ সিকদারের ছেলে সবুজ সিকদার ওরফে ড্যানিস (৩০), গোপীনাথপুর গ্রামের আশরাফ (৫৫), কুন্দশী গ্রামের শিমুল (৩০), কালিয়া থানার শাহীনুর (৩৮), তেরোখাদা উপজেলার আব্দুল হামিদের ছেলে আরিফুল (২৫), নড়াগাতি থানার পাখিমারা গ্রামের তাজিবুর (৩৫), নড়াগাতী গ্রামের লাকি লস্কার (৫০) ও নড়াইল সদর উপজেলার উজিরপুর গ্রামের বাদশা শেখ (৪২)।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রদান করেন।

এ সময় পুলিশ সুপার বলেন, নড়াইলকে অচিরেই মাদক মুক্ত জেলা ঘোষণা করা হবে। সেই লক্ষ্যে আমরা কাজ শুরু করছি। যতদিন নড়াইল মাদক মুক্ত না হবে এ অভিযান অব্যাহত থাকবে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড