• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বন্যা কবলিত স্বজনদের দেখতে গিয়ে ৬ জনের মৃত্যু

  কুড়িগ্রাম প্রতিনিধি

১৬ জুলাই ২০১৯, ২০:১০
নিহত
নিহতদের উদ্ধার করে নিয়ে আসছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা (ছবি : দৈনিক অধিকার)

কুড়িগ্রামের উলিপুরে বন্যার পানিতে তলিয়ে যাওয়া স্বজনদের দেখতে গিয়ে পৃথক দুইটি ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টায় রৌমারীর কর্ত্তিমারীতে বিদ্যুতের তারে জড়িয়ে পানিতে পরে সাইফুল ইসলাম (২৫) নামে এক যুবক মারা যায়।

নিহত সাইফুল ইসলাম উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্ত্তিমারী চাকতাবাড়ী এলাকার আব্দুস ছালামের ছেলে। ডুবুরীরা তাকে উদ্ধারে ব্যর্থ হয়ে চলে গেলেও বিকালে স্বজনরা জাল ফেলে তার মরদেহ উদ্ধার করে। যাদুরচর ইউনিয়নের চেয়ারম্যান সরবেশ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

(ছবি : দৈনিক অধিকার)

স্বজনরা কাঁধে করে নিয়ে আসছে শিশুর মরদেহ (ছবি : দৈনিক অধিকার)

অপরদিকে উলিপুরের হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর গ্রামে নৌকা ডুবিতে এক নারী ও চার শিশুসহ পাঁচজন মারা গেছে। আহত হয়েছে আরও তিনজন।

নিহতরা হলেন- একই এলাকার রেজাউল ইসলামের স্ত্রী রুনা বেগম (২৮), মহসিন আলীর কন্যা রুপা মনি (৮), আয়নাল হকের ছেলে হাসিবুল ইসলাম (৭), মনসুর আলীর ছেলে সুমন (৮) ও রাশেদ আলীর মেয়ে রুকু মনি (৮)।

এ ঘটনায় আহত লাভলী বেগম (৪৫), রুমি বেগম (১৬) ও আয়শা সিদ্দিকাকে (৫) উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে আবাসিক মেডিকেল অফিসার ডা. ফখরুল আলম নিশ্চিত করেন। একই দিনে পাঁচ পরিবারের পাঁচজনের নিহত হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

(ছবি : দৈনিক অধিকার)

বন্যার পানিতে ডুবে নিহত শিশু (ছবি : দৈনিক অধিকার)

নৌকায় থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, আমরা ২০-২৫ জন নারী-পুরুষ ও শিশুসহ নৌকা নিয়ে বন্যার পানিতে ডুবে যাওয়া স্বজনদের বাড়ি দেখতে যাওয়ার জন্য রওনা দেই। এ সময় বন্যার পানির তীব্র স্রোতে নৌকাটি তলিয়ে যায়। ডুবন্ত নৌকায় থাকা শিশু ও মহিলাসহ লোকজন বাঁচার জন্য আত্মচিৎকার করতে থাকে। এ সময় অপর একটি নৌকা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধারে সহায়তা করে। ডুবন্ত নৌকায় থাকা অনেকে সাঁতার কেটে উঁচু স্থানে উঠে আসে।

কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শাহিনুর রহমান সরদার জানান, রুপা মনি ও হাসিবুল ইসলাম নামে দুই শিশুকে দুপুরে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। পরে তাদের পরিবারের লোকজন শিশু দুটিকে বাড়িতে নিয়ে যায়।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মনজিল হক জানান, প্রথমে তিনজনকে উদ্ধার করা হলেও বাকি দুই শিশুকে দীর্ঘ ৪ ঘণ্টা তল্লাশির পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড