• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের দায়ে আটক ২

  বাগেরহাট প্রতিনিধি

১৬ জুলাই ২০১৯, ১৮:১৫
আটক
আটক দুই মাছ শিকারি মো. সিরাজুল ইসলাম ও রাসেল হাওলাদার (ছবি : দৈনিক অধিকার)

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের কলামুলা খালে বিষ দিয়ে মাছ শিকারের সময় দুইজনকে আটক করেছে বন বিভাগের কর্মীরা।

সোমবার (১৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বনের কলামুলা খালে মাছ শিকারের সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মোংলার মো. সিরাজুল ইসলাম ও খুলনার কয়রার রাসেল হাওলাদার।

বাগেরহাট পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের (মোংলা) সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শাহিন কবির জানান, বনের হরিণটানা ক্যাম্পের প্রহরীরা সোমবার দিবাগত রাতে টহলরত অবস্থায় তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে মাছ শিকারে ব্যবহৃত দুই বোতল বিষ, একটি নৌকা ও ছয় মণ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার সকালে আইন অমান্য করে মাছ শিকারের অভিযোগে বনের জয়মনি এলাকা থেকে দুই দুর্বৃত্তকে আটক করে নৌ পুলিশ।

উল্লেখ্য, সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার বন্ধ, ডলফিনের অভয়ারণ্য সংরক্ষণসহ বন কেন্দ্রিক অপরাধ কমাতে ১ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত বনের সকল খালে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড