• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস চলাচল স্বাভাবিক

  মেহেরপুর প্রতিনিধি

১৬ জুলাই ২০১৯, ১৫:৩২
মেহেরপুর
মেহেরপুরে স্বাভাবিকভাবে চলছে বাস (ছবি : দৈনিক অধিকার)

মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস মালিক ও শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের জেরে প্রায় এক সপ্তাহ বাস চলাচল বন্ধ থাকার পর মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর থেকে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সঙ্গে বাস মালিক ও শ্রমিকদের মধ্যে এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় আগামী এক মাসের মধ্যে শ্রমিকদের দাবি পূরণ করা হবে বলে সিদ্ধান্ত নেয় বাস মালিক পক্ষ।

এ দিকে মালিকদের নেওয়া সিদ্ধান্তে শ্রমিকরা তাদের সঙ্গে একমত পোষণ করেন এবং শ্রমিকদের পুনরায় বাস চলাচল শুরু করার আহ্বান জানান।

উল্লেখ্য, বাস মালিক ও শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের জেরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বৃহস্পতিবার (১১ জুলাই) বিকালে বাস বন্ধের দাবি জানালে পরদিন শুক্রবার সকাল থেকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে কোনো বাস ছেড়ে যায়নি। শনিবার সকাল থেকে যুক্ত হয়েছিল আন্তঃজেলার সকল সড়ক।

মেহেরপুর-কুষ্টিয়া ও মেহেরপুর-চুয়াডাঙ্গা, মেহেরপুর-মুজিবনগর সড়কে সকল প্রকার লোকাল বাস চলাচল বন্ধ ছিল। টানা সপ্তাহব্যাপী বাস চলাচল না করায় চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।

এখন পুনরায় বাস চলাচল শুরু হওয়ায় যাত্রীদের ভোগান্তি কমে গেছে। যাত্রীদের এখন যে কোনো জায়গায় যেতে সুবিধা হচ্ছে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড