• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দি হাজারো মানুষ

  সিরাজগঞ্জ প্রতিনিধি

১৬ জুলাই ২০১৯, ০৮:৪১
পানিবন্দি
সিরাজগঞ্জে পানিবন্দি পরিবার (ছবি : দৈনিক অধিকার)

যমুনা নদীর পানি বিপদসীমার ৪৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় সিরাজগঞ্জের চরাঞ্চলসহ শহরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পূর্ব পাশের হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। অনেকে ঘরবাড়ি ছেড়ে রাস্তার ধারে পলিথিনসহ ঝুপড়ি তুলে আশ্রয় নিচ্ছে। অনেক পরিবার আবার পানিবন্দি অবস্থায় জীবনযাপন করছে।

বিশেষ করে চরাঞ্চলে উঁচু জায়গা না থাকায় তারা আরও বেশি বিপাকে পড়েছে। সঙ্গে গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে কৃষক পরিবারগুলো। সরকারিভাবে এখন পর্যন্ত কোনো সহায়তা পৌছায়নি পানিবন্দি মানুষের কাছে। ধান,পাটসহ ও শাক-সবজি ক্ষেত তলিয়ে যাওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। চারদিকে পানি থৈ থৈ করায় শিক্ষর্থীদের স্কুল-কলেজে যাওয়া কষ্টকর হয়ে পড়ছে। এছাড়াও ভাঙনের কারণে অনেকে বসতভিটা ফসলী জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে।

কাওয়াকোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান টি.এম. শাহাদত হোসেন ঠান্ডু জানান, ইউনিয়নের ১৫ থেকে ১৬টি গ্রামে পানি উঠেছে। এতে প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। চরাঞ্চলের দরিদ্র মানুষগুলো মানবেতর জীবনযাপন করছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহিম জানান, জেলায় প্রায় ৩০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। প্রাথমিক পর্যায়ে ২০২ মেট্টিকটন চাল বরাদ্দ দেয়া হয়েছে।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড