• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিয়ের দিনই বর-কনেসহ নিহত ১০, তদন্ত কমিটি গঠন

  উল্লাপাড়া প্রতিনিধি, সিরাজগঞ্জ

১৬ জুলাই ২০১৯, ০০:৩০

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বর-কনেসহ ১০ জন নিহতের ঘটনায় পশ্চিমাঞ্চল রেলওয়ের দপ্তরের পক্ষে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৫ জুলাই) রাতে পাকশী বিভাগীয় রেলওয়ে দপ্তর থেকে চার সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়।

এর আগে সন্ধ্যা পৌনে সাতটায় ঢাকা-রাজশাহী রেলপথের সিরাজগঞ্জের উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউপির শাহী কোলায় ট্রেন ও বিয়ের যাত্রী বহনকারী মাইক্রোবাসের সংঘর্ষে ১০ জন নিহত হন।

নিহতদের মধ্যে বর রাজন (২২), কনে সুমাইয়া খাতুন (১৯), মাইক্রোবাস চালক স্বাধীন (৫০), বরযাত্রী আলতাফ হোসেন (৫৫) ও আজম (২২)। অপর হতাহতদের পরিচয় জানা যায়নি।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, বরযাত্রীদের একটি মাইক্রোবাস উল্লাপাড়ার গুচ্ছ গ্রামে বিয়ে শেষে কান্দাপাড়ায় আসার পথে রেলক্রসিং পার হওয়ার সময় রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।

সংঘর্ষের পর প্রায় ২০০ গজ দূরে গিয়ে ট্রেনটি থামে। পরে মাইক্রোবাস থেকে হতাহতদের উদ্ধার করা হয়।

ওডি/এএসএল/এমআর

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড