• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

জয়পুরহাটে যত্রতত্র এলপি গ্যাস বিক্রি, দুর্ঘটনার আশঙ্কা

  জয়পুরহাট প্রতিনিধি

১৫ জুলাই ২০১৯, ২১:৫২
গ্যাস সিলিন্ডার
খোলা বাজারে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার (ছবি- দৈনিক অধিকার)

জয়পুরহাটে সরকারি নির্দেশনা উপেক্ষা করে খোলা বাজারে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার। অনুমোদন ছাড়া যত্রতত্র এসব গ্যাস সিলিন্ডার বিক্রি হওয়ায় বাড়ছে দুর্ঘটনা।

জানা যায়, জেলার অন্তত আড়াইশ পয়েন্টে খোলা বাজারে বিক্রি হচ্ছে এসব গ্যাস সিলিন্ডার। রাস্তার পাশে ঝুঁকিপূর্ণভাবে রাখা হচ্ছে এসব সিলিন্ডার। ফলে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা।

আমতলী এলাকায় মাসুম বিল্লাহ নামে এক স্থানীয় দৈনিক অধিকারকে বলেন, যত্রতত্র গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে। বিশেষ করে রাস্তার পাশে হওয়ায় অনেক ভয় নিয়ে চলাচল করতে হয়।

জয়পুরহাট শহরের বাটারমোড় এলাকার এক এলপি গ্যাস বিক্রেতা আজমুল হোসেন দৈনিক অধিকারকে বলেন, অনুমোদন ছাড়া যারা খোলা বাজারে গ্যাস বিক্রি করছে তাদের শাস্তি হওয়া উচিত। কারণ আমরা টাকা দিয়ে লাইসেন্স করে আমাদের ব্যবস্যা শুরু করেছি। তারা যেখানে সেখানেই গ্যাস বিক্রি করছে এর দ্রুত প্রতিকার চাই।

চায়ের দোকানে বিক্রি হচ্ছে এলপি গ্যাস (ছবি- দৈনিক অধিকার)

জয়পুরহাট ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর সিরাজুল ইসলাম ইসলাম দৈনিক অধিকারকে বলেন, নিয়ম না মেনে গ্যাস বিক্রি ও পরিবহন মারাত্মক ঝুঁকিপূর্ণ। জয়পুরহাটে গত ১ বছরের ৩০টি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

জয়পুরহাট জেলা প্রশাসক মো. জাকির হোসেন দৈনিক অধিকারকে বলেন, দাহ্য পদার্থ আইন ও সংরক্ষণের সু-নিদিষ্ট নিয়ম থাকলেও অনেকেই ঠিকমতো মানছেন না। তবে এ ব্যাপারে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড