• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেনী পৌরসভার বিদ্যুৎ বিল বেড়েছে ৭ গুণ

  ফেনী প্রতিনিধি

১৫ জুলাই ২০১৯, ১৬:৩৪
ফেনী পৌরসভা
ফেনী পৌরসভা (ফাইল ফটো)

ফেনী পৌর এলাকায় ২০১৬ সালের হিসাব মতে ২ হাজার ৩শ ৬৬টি টিউব ও অ্যানার্জি লাইট ব্যবহৃত হচ্ছে। ওই বছর বিল করা হয়েছে ৬০ লাখ ৩৮ হাজার ৪শ ৭৭টাকা। ২০১৮ সালে দ্বিগুণ বাড়িয়ে ১ কোটি ১৪ লাখ টাকা বিল প্রেরণ করেছে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (পিডিবি)।

এভাবে গত ৭ বছরে বিলের পরিমাণ ৭ গুণ বেড়ে যায়। এর খড়গ পড়ে পৌরসভার নাগরিকদের ওপর। বাধ্য হয়ে বাড়তি অর্থ পরিশোধে হিমশিম খাচ্ছেন তারা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১১ সালে ৯ লাখ ২৯ হাজার ৬শ ৬৮ টাকা, ২০১২ সালে ১০ লাখ ১১ হাজার ৮শ ৫৮ টাকা, ২০১৩ সালে ২৪ লাখ ৩০ হাজার ৯৩ টাকা, ২০১৪ সালে ৪২ লাখ ৩১ হাজার ৪শ ১৮ টাকা, ২০১৫ সালে ৫৭ লাখ ৪ হাজার ৫শ ৭৬ টাকা বিল প্রদান করে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (পিডিবি)।

পৌরসভা সূত্র জানায়, প্রতিবছর বিদ্যুৎ বিল বেড়েই চলেছে। বাড়ানোর বিষয়ে পিডিবি কর্তৃপক্ষ কোনো কারণ ব্যাখ্যা না দিয়ে বিল প্রেরণ করে। পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গীটার জানান, ভুতুড়ে বিলের বিষয়ে পিডিবিকে লিখিতভাবে চিঠি দেয়া হলেও কোনো সদুত্তর মেলেনি। বিভিন্ন মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

জানতে চাইলে পিডিবির নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম বলেন, বিভিন্ন মেলা ও সরকারি আচার-অনুষ্ঠানে পৌরসভা বাড়তি বিদ্যুৎ ব্যবহার করায় বিল বেড়েছে। মিটার রিডিং অনুযায়ী বিল করা হয়। ফান্ড সংকটের অজুহাতে পৌরসভার বকেয়া বেড়ে যায়।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড