• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

মেয়েকে হত্যা করে মায়ের ওপর প্রতিশোধ

  বাগেরহাট প্রতিনিধি

১৫ জুলাই ২০১৯, ০৯:৩২
প্রেস ব্রিফিং
পুলিশের প্রেস ব্রিফিং (ছবি : দৈনিক অধিকার)

বাগেরহাটের মোরেলগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থী হিরা আক্তার (১২) হত্যার ঘটনায় বৃদ্ধ দম্পতি ও তাদের নাতিকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৪ জুলাই) সকালে উপজেলার পশ্চিম বহরবুনিয়া গ্রাম থেকে মনোয়ারা বেগম এবং হাসান রসিদকে পরে বিকালে মোংলা থেকে বৃদ্ধ মুক্তার মৃধাকে আটক করে পুলিশ। রবিবার বিকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় এসব তথ্য জানান।

আটককৃতরা হলেন- নিহত হিরার প্রতিবেশী ৭৫ বছর বয়সী মোক্তার মৃধা, তার স্ত্রী মনোয়ারা বেগম (৬৫) এবং তাদের নাতি স্থানীয় বহরবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী হাসান রসিদ (১৩)। হাসান রসিদ তোফাজ্জেল মৃধার ছেলে।

পঙ্কজ চন্দ্র রায় জানান, ২ জুলাই বিকো মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম বহরবুনিয়া গ্রামে নিজ ঘরে হিরা আক্তারকে হত্যা করে বিবস্ত্র অবস্থায় আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে আটককৃতরা। পরে ৩ জুলাই নিহতের মা নাসিমা বেগম বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। এ দিকে হত্যার চারদিন আগে নিহত হিরার মাকে অসৎ উদ্দেশ্যে জাপটে ধরে বৃদ্ধ মোক্তার মৃধা। তখন হিরার মা নাসিমা বেগম মোক্তারকে জুতা দিয়ে পেটান। পরে মোক্তারের স্ত্রীর কাছে বিচার দেয় হিরার মা। এতে মোক্তার ও মোক্তারের স্ত্রী ক্ষিপ্ত হয়। নাসিমার ওপর প্রতিশোধ নিতেই তার মেয়েকে হত্যা করে মোক্তার ও তার স্ত্রী। তাদের সহযোগিতা করে তাদের নাতি হাসান রসিদ।

প্রেস ব্রিফিংয়ে আরও বলেন, হত্যার কথা স্বীকার করে আটকৃতরা ১৬১ ধারায় জবানবন্দি দিয়েছেন। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। হত্যার আগে হিরা আক্তারকে ধর্ষণ করা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে এসপি বলেন, হিরা আক্তারকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে কি না মেডিকেল রিপোর্ট পাওয়ার পর বলা যাবে।

নিহতের বাবা গাউস শেখ ও মা নাসিমা বেগম বলেন, হত্যাকারীরা আটক হয়েছে। যারা আমার মেয়েকে হত্যা করেছে আমরা তাদের সর্বোচ্চ শাস্তি চাই।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড