• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ

  চট্টগ্রাম প্রতিনিধি

১৪ জুলাই ২০১৯, ১৯:১৭
অগ্নিকাণ্ড
ছবি : প্রতীকী

চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন কলসী দিঘীর পাড় এলাকায় রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা, ছেলে ও মেয়েসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।

রবিবার (১৪ জুলাই) ভোর ৪টার দিকে ধুম পাড়ার সাগর পাড়ে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে দগ্ধরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

আহতরা হলেন- ধুম পাড়ার সাগর পাড়ের ফারুক জমিদার বাড়ির মৃত সেলিম হাওলাদারের স্ত্রী রাজিয়া আক্তার (৪৫), তার ছেলে মো. ইয়াছিন (২৩) ও মেয়ে তানিয়া (১৯)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা-ছেলে ও মেয়ে দগ্ধ হয়ে চমেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসক জানিয়েছে তিনজনের মধ্যে রাজিয়া ৫৫ শতাংশ, ইয়াছিন ৩৫ শতাংশ ও তানিয়ার শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড