• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

টেকনাফে ১২ হাজার পিস ইয়াবাসহ দুই পাচারকারী আটক 

  কক্সবাজার প্রতিনিধি

১৪ জুলাই ২০১৯, ১৮:০৩
ইয়াবাসহ আটক
ইয়াবাসহ আটককৃত দুই পাচারকারী ( ছবি : দৈনিক অধিকার )

কক্সবাজারের টেকনাফ উপজেলায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১২ হাজার পিস ইয়াবাসহ দুই নারী পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১৪ জুলাই) সকালে উপজেলার হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

টেকনাফ-২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সাল হাসান খান এক সংবাদ সম্মেলনে জানান, হোয়াইক্যং চেকপোস্টে যানবাহনে তল্লাশি চালায় বিজিবির একটি দল। এ সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী পালকি পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় লেদার উলা মিয়ার স্ত্রী ফরিদা বেগম (৪১), মেয়ে রুমা আক্তার (১০) ও হ্নীলা ফুলের ডেইলের নুরুল আলমের স্ত্রী লাইলা বেগমকে (৫১) আটক করা হয়।

আটককৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে জানিয়ে বিজিবির এই কর্মকর্তা বলেন, ইয়াবা পাচারকারীরা ফাঁদে ফেলে স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের ব্যবহার করার প্রবণতা বাড়ছে। তাই কিশোরী রুমার ব্যাপারে তদন্ত করে পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, উদ্ধার করা এসব ইয়াবা ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড