• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

গরু চুরি আতঙ্কে রাত জেগে পাহারা 

  তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

১৪ জুলাই ২০১৯, ১৭:৩২
চুরি ঠেকাতে গ্রাম পাহারা
চুরি ঠেকাতে গ্রাম পাহারা দিচ্ছে স্থানীয়রা ( ছবি : দৈনিক অধিকার )

গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় রাত জেগে পাহারা দিচ্ছেন গ্রামবাসী। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নে চলতি মাসে বলদীপাড়া গ্রাম থেকে ৬টি গরু চুরি হওয়ার পর চরম উৎকণ্ঠা বিরাজ করছে গ্রামবাসীদের মধ্যে। বিশেষ করে খামারিরা নিজেদের গরু নিয়ে রয়েছেন চরম আতঙ্কে।

এ ঘটনায় গ্রামবাসী জানায়, গ্রামে বেশ কয়েকবার চুরির ঘটনা নিয়ে থানায় অভিযোগ দিলেও এখন পর্যন্ত গরু উদ্ধার বা এর সঙ্গে সম্পৃক্ত কাউকে ধরতে পারেনি পুলিশ।

সরেজমিনে উপজেলার বলদীপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামের বেশ কিছু মানুষ ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করে হাতে লাঠি নিয়ে পুরো গ্রামের রাস্তাঘাট পাহারা দিচ্ছে। সঙ্গে বাজাচ্ছেন বাঁশি। সারারাত পাহারা দেওয়ার পর সকালে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে বাড়ি ফিরছেন তারা।

উপজেলার বলদীপাড়া গ্রামের সুলতান মাহমুদ বলেন, থানা থেকে পাহারা দেওয়ার কথা বলার পর আমরা ১৫ দিন ধরে গ্রামে গরু চুরি রোধে পাহারা দিচ্ছি। বাড়ি বাড়ি ভাগ করে ১২ জনের গ্রুপ করে পাহারা দেওয়া হচ্ছে।

ওই গ্রামের আব্দুর রহিম বলেন, দল ভাগ করে পাহারা দেওয়ার ফলে এক রাতে পাহারা দিলে ১৫ দিন পর আবার পাহারা দিতে হয়। রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত পাহারা দেওয়া হচ্ছে।

গরু চুরি হওয়ার কথা স্বীকার করে তাড়াশ থানার (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, কয়েকটি গ্রামে চুরি হওয়ায় সেখানে গ্রাম পুলিশ, কমিউনিটি পুলিশ এবং টহল পুলিশ বৃদ্ধি করা হয়েছে। গ্রামবাসী যে উদ্যোগ নিয়েছে নিঃসন্দেহে এটি ভালো কাজ। এছাড়া চোর চক্রকে ধরতে পুলিশও তৎপর রয়েছে।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড