• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চট্টগ্রামে একই পরিবারের তিনজন দগ্ধ

  সারাদেশ ডেস্ক

১৪ জুলাই ২০১৯, ১৪:৩৮
চট্টগ্রাম মেডিকেল
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (ছবি :সংগৃহীত)

বন্দর নগরী চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। রবিবার (১৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে নগরীর বন্দর থানার কলসী দীঘির পাড় ধামুপাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- রাজিয়া আক্তার (৪৫), তার ছেলে মো. ইয়াছিন (২৩) ও মেয়ে তানিয়া (১৯। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তিনজনের মধ্যে রাজিয়া ৫৫ শতাংশ, ইয়াসিন ৩৫ ও তানিয়ার শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসেন জানান, রবিবার ভোরের দিকে রান্নাঘরের গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হন একই পরিবারের তিনজন। স্থানীয়রা তাদের হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসকরা জানান, ধোঁয়ার কারণে আহতদের শ্বাসনালিতে সমস্যা হয়েছে। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড