• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

গাজীপুরে টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ড, আহত ৮

  গাজীপুর প্রতিনিধি

১৩ জুলাই ২০১৯, ০৪:১৩
জারবা টেক্সটাইল মিল
জারবা টেক্সটাইল মিল ( ছবি : দৈনিক অধিকার )

গাজীপুরের শ্রীপুরের মাওনা এলাকার নোমান গ্রুপের জারবা টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ জুলাই) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ৮ জন।

জানা যায়, কারখানার ভেতর থেকে বিকট শব্দে গ্যাস লাইনের পাইপ বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগেই কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এ ঘটনায় আহতরা হলেন- কারখানার রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা অফিসার বরিশালের বাবুগঞ্জ উপজেলার আব্দুর রউফ হাওলাদারের ছেলে রিপন মিয়া (৩০), রংপুরের তারাগঞ্জ উপজেলার শফিকুল ইসলামের ছেলে কারখানার সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার খলিল মিয়া (২৪), বরগুনার আমতলী উপজেলার ইসমাইল গাজীর ছেলে কারখানার ফায়ার অফিসার সিদ্দিকুর রহমান (৩৮), রংপুরের গঙ্গাচরা উপজেলার বাদশা মিয়ার ছেলে আরিফুল ইসলাম (২৫), মিজান (২৭), সাইফুল (২৬), সজীব (২৮) ও হাফিজ (৩০)।

আহতদের মধ্যে গুরুতর আহত অবস্থায় মিজান, সাইফুল, সজীব, ও হাফিজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

এ ব্যাপারে কারখানার মহা-ব্যবস্থাপক জসিম উদ্দিনের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ ও সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড