• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

টানা বর্ষণে হুমকিতে জনজীবন

  বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রাম

১২ জুলাই ২০১৯, ২১:৪৯
বন্যা
বন্যা কবলিত চট্টগ্রামের বাঁশখালী (ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রামের বাঁশখালীতে টানা সাত দিনের ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তলিয়ে গেছে উপজেলার নিম্নাঞ্চল।, চরম দুর্ভোগের মধ্যে খেটে খাওয়া মানুষগুলো মানবেতর জীবনযাপন করছে। বাঁশখালীতে বিভিন্ন ইউনিয়নে নিম্নাঞ্চল পানিবন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে মাছের ঘের, পুকুর ও রস্তাঘাট। জলাবদ্ধতার কবলে পড়ে অনেক এলাকায় পানিবন্দি হওয়ার খবর পাওয়া গেছে।

বিগত কয়েক দিনের টানা বৃষ্টিতে উপকূলীয় এলাকা সরল, গন্ডামারা, ছনুয়া, পুইছড়ি, চাম্বল, কাথরিয়া, বাহারছড়া, পুকুরিয়াসহ, খানখানাবাদসহ বিভিন্ন ইউনিয়নের মানুষ ভয়াবহ বন্যা আতঙ্কে রয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে নদী পাড়ের গ্রামসহ রাস্তাঘাট। উপজেলার উত্তরে সাঙ্গু নদীর ভাঙনে বিলীন হচ্ছে সাধারণ মানুষের বসতঘর। জোয়ারের পানি ও টানা বর্ষণে দিন দিন ভেঙে যাচ্ছে নদীর পাড়সহ বসতঘর, রাস্তাঘাট, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা স্থাপনা।

স্বাভাবিকের চেয়ে ২-৩ ফুট পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে বিভিন্ন ধরণের ফসলি জমি। উপজেলার নিম্নাঞ্চলে বর্ষাকালীন সবজি ক্ষেত ও আউশ ধানের বীজতলা পানিতে ডুবে গেছে। এতে ক্ষেত নষ্ট হয়ে কৃষকরা অপূরণীয় ক্ষতির আশঙ্কা করছে। উপজেলার নিম্নাঞ্চলের গ্রামীণ সড়কগুলো ডুবে যাওয়ায় হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন অঞ্চলের সঙ্গে। এমনকি উপজেলার পূর্ব দিকে পাহাড়ি ঢলের স্রোতে কৃষকের মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।

শিলকুপ ইউপির এক চাষি রফিক আহমদ জানান, আমাদের শিলকুপে সবুজ সবজিসহ নানা কৃষি পণ্য উৎপাদন হয়। কৃষকের জীবন জীবিকার উৎস হিসেবে খ্যাত ফসলি জমিগুলো ছড়া লেকের পানিতে ভেসে গেছে।

নাছির নামে একজন কৃষক বলেন, টানা বর্ষণে আমাদের কাজকর্ম এখন বন্ধ। এভাবে আর কয়েকদিন চলতে থাকলে আমাদের সংসারে টানাপোড়নের প্রভাব পড়বে।

অন্যদিকে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে নদীতে প্রচণ্ড ঢেউ থাকায় আতঙ্কে রয়েছে নদী পাড়ের মানুষ গুলো। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে শঙ্খ নদীর সংযোগ জলদর খালের পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে সারাদিন বিদ্যুৎবিহীন অবস্থায় দুর্বিষহ হয়ে পড়েছে জনজীবন। মাঝে মধ্যে বিদ্যুতের উঁকিঝুঁকি হলেও কলকারখানাসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কাজ স্থবির হয়ে পড়েছে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড