• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

১২ কোটি টাকার টেন্ডার ভাগাভাগির অভিযোগে দুদকের অভিযান

  লক্ষ্মীপুর প্রতিনিধি

১০ জুলাই ২০১৯, ২০:১৩
অভিযান
জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ে অভিযানকালে দুদক (ছবি : দৈনিক অধিকার)

লক্ষ্মীপুরে সেতু ও কালভার্ট নির্মাণ প্রকল্পের ১২ কোটি টাকার টেন্ডার ভাগাভাগির অভিযোগে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাহফুজুর রহমানের যোগসাজসে টেন্ডারটি ভাগবাটোয়ারা করে নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত ঠিকাদার ও টেন্ডারবাজরা এমন অভিযোগের ভিত্তিতে বুধবার (১০ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

দুদকের নোয়াখালী জোনের সহকারী পরিচালক সোবেল আহমেদ বলেন, ত্রাণের সেতু ও কালভার্ট নির্মাণ প্রকল্পের ১২ কোটি টাকার টেন্ডার ভাগবাটোয়ারার ঘটনাটি সঠিক বলে প্রাথমিকভাবে তথ্য প্রমাণ পাওয়া গেছে। এ সময় টেন্ডার ভাগবাটোয়ারার সঙ্গে কারা জড়িত তা অনুসন্ধান করা ও টেন্ডারটি বাতিলের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ করা হবে বলেও জানান ওই কর্মকর্তা।

উল্লেখ, ২০১৮-১৯ অর্থ বছরে জেলার ৫টি উপজেলায় সেতু ও কালভার্ট নির্মাণ প্রকল্পের জন্য ঠিকাদারদের নিকট থেকে গত ২৩ জুনের মধ্যে দরপত্র ক্রয়ের আহ্বান করে জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়। কিন্তু সরকারি কর্মকর্তাদের যোগসাজসে আওয়ামী লীগ সমর্থিত ঠিকাদার ও টেন্ডারবাজরা টেন্ডারটি ভাগবাটোয়ারা করে নেয়। ফলে অধিকাংশ ঠিকাদাররা নির্বিঘ্নে দরপত্র ক্রয় করতে পারেনি। এছাড়া যারা দরপত্র ক্রয় করেছেন, তারা নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে পারেননি। এ নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হলে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে অভিযান চালায় দুদক।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড