• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

রূপপুর প্রকল্পে ছাউনি ভেঙে ১০ শ্রমিক আহত

  পাবনা প্রতিনিধি

১০ জুলাই ২০১৯, ০৯:১৫
বিদ্যুৎ প্রকল্প
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প (ছবি : দৈনিক অধিকার)

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ছাউনি ভেঙে কর্মরত ১০ জন শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে প্রকল্পের ভেতরে দুই নম্বর ইউনিটের কাছে এই ঘটনা ঘটে।

আহত শ্রমিকরা হলেন- ফিরোজ হোসেন (২২), রকিব উদ্দিন (৪৪), আবু বক্কর (২৮), রইচ (৩২), হাবিবুর রহমান (৪৬), মেহেদী (৩০), আসিফ (২৬), আমির হোসেন (৩৫), আলাউদ্দিন (৩৩), ইসহাক আলী (৩৪)। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. কাবেরী নিশ্চিত করেছেন। অন্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেন।

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ফিরোজ হোসেনকে (২২) রাত সাড়ে দশটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফিরোজের বাড়ি পাবনা জেলার চাটমোহর থানায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে প্রকল্পের ‘বি’ ব্লকে এই দুর্ঘটনা ঘটে। রাশিয়ান নিকিনত কোম্পানিতে কর্মরত শ্রমিকরা এখানে ঢালাইয়ের কাজ করছিল। বৃষ্টিতে নষ্ট হয়ে যেতে পারে আশঙ্কায় ঢালাই ছাউনি দিয়ে ঢেকে রাখে। প্রবল বৃষ্টিতে ছাউনিটি ভেঙে পড়লে কর্মরত শ্রমিকরা আহত হন। আহত শ্রমিকদের পর্যায়ক্রমে ঈশ্বরদী হাসপাতালে পাঠানো হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, রাতে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এ সময় নির্মাণাধীন স্থাপনার ত্রিপল ও বাঁশের কিছু অংশ ধসে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রূপপুর পারমাণবিক প্রকল্প পরিচালক ড. শওকত আকবর ঘটনার সত্যতা স্বীকার করেন।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড