• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

অতিবৃষ্টিতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভূমিধসের শঙ্কা

  রাঙ্গুনিয়া প্রতিনিধি, চট্টগ্রাম

০৮ জুলাই ২০১৯, ২০:৩৮
অভিযান
পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কার্যক্রম চালাচ্ছেন ইউএনও (ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ভারী বর্ষণে ভূমিধসের শঙ্কা থাকায় পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। গত কয়েকদিন ধরেই রাঙ্গুনিয়া উপজেলায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী এসব মানুষদের সরিয়ে নিতে কার্যক্রম চালাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান।

সোমবার (৮ জুলাই) দিনব্যাপী উপজেলার রাজানগর, ইসলামপুর, হোসনাবাদ ও চন্দ্রঘোনা ইউনিয়নের বিভিন্ন পাহাড়ি স্থানগুলো থেকে ঝুঁকিপূর্ণ এসব বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়। এর আগে রবিবার (৭ জুলাই) সকালে ভারী বর্ষণে ভূমিধসের শঙ্কায় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত লোকজনদের নিরাপদ আশ্রয়ে যেতে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়।

জানা যায়, পাহাড়ের ভূমিধসে উপজেলার চন্দ্রঘোনা-নিশ্চিন্তাপুর সড়ক ও কোদালা ইউনিয়নের সন্দীপ পাড়া এলাকায় রাঙ্গামাটি সড়ক বন্ধ হয়ে যায়। ফলে দীর্ঘক্ষণ সড়ক বন্ধ থাকায় রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত সাধারণ মানুষদের চরম ভোগান্তি পোহাতে হয়। পরে খবর পেয়ে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় মাটি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) পূর্বিতা চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে রবিবার রাতেও উপজেলার ইছাখালীর জাকিরাবাদ, গুচ্ছগ্রামসহ বিভিন্ন এলাকায় গিয়ে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ আশ্রয়স্থলে সরিয়ে আনতে কাজ করেন ইউএনও মাসুদুর রহমান। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ভারী বর্ষণে পাহাড় ধসের শঙ্কা থাকায় লোকজনকে সরিয়ে নিতে গত কয়েকদিন থেকেই বিভিন্ন কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। এছাড়া ঝুঁকিপূর্ণ স্থানগুলো থেকে লোকজনকে সরে যেতে মাইকিং করার পাশাপাশি তারা যাতে নিরাপদ স্থানে আশ্রয় নিয়ে থাকতে পারে এজন্য নিকটস্থ স্কুলগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে চালুসহ পর্যাপ্ত ত্রাণ সামগ্রী প্রস্তুত রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, কোনো মানুষ ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ে বসবাস করতে পারবে না। তাদের আশ্রয়কেন্দ্র অথবা আত্মীয়-স্বজনের বাসায় চলে যেতে হবে। এছাড়া রাতে কেউ যাতে পাহাড়ে থাকতে না পারে সে জন্য সংশ্লিষ্ট এলাকার ওয়ার্ড মেম্বার, পাহাড়ের মালিক বা তদারকি সংস্থাকে ইতোমধ্যেই আমরা অনুরোধ জানিয়েছি। প্রয়োজনে সংশ্লিষ্ট এলাকায় অভিযান পরিচালনা করা হবে। এ সময় যেকোন মূল্যে প্রাণহানি ঠেকানোর কথাও উল্লেখ করেন ওই কর্মকর্তা।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড