• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভোলায় অতিবৃষ্টি ও জোয়ারে ১৫ গ্রাম প্লাবিত

  ভোলা প্রতিনিধি

০৭ জুলাই ২০১৯, ২১:৩৫
অতিবৃষ্টি
অতিবৃষ্টি ও জোয়ারে প্লাবিত ১৫ গ্রাম (ছবি : দৈনিক অধিকার)

ভোলার মনপুরা উপজেলার হাজিহাট ইউনিয়নের কাউয়ারটেক, আন্দির পাড়, দাসেরহাট, নাইবেরহাট, সোনার চর, পূর্ব আন্দির পাড়, কলাতলীর চর, চর জতিন, চরফ্যাশন উপজেলার চর পাতিলা, ঢালচরের আনন্দ বাজার, জনতা বাজারসহ মোট ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে।

গত ৩-৪ দিনের টানা বর্ষণ ও নদীতে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় এসব এলাকা প্লাবিত হয়েছে। ওই সব এলাকার মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। জোয়ারে পানি বাড়ে আবার ভাটায় পানি কমে যায়। অনেকে বাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছে উঁচু স্থানে। যারা বসত ভিটায় রয়েছে তারাও ঘরের চৌকি (খাটের) ওপর রান্নাসহ যাবতীয় সাংসারিক কাজ সারছেন। এছাড়াও এসব এলাকার বিস্তীর্ণ ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে।

আন্দির পাড় এলাকার বশির মাঝি জানান, গত কয়েকদিন ধরে ঘরে পানি। বের হতে পারছি না রান্না সব খাটের ওপর করতে হচ্ছে। খুবই কষ্টে আছি। পোলাপানের স্কুলে যাওয়া কষ্টের। তাই ওরাও এখন স্কুলে যেতে পারছে না।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড