• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

অন্তঃসত্ত্বা স্কুলছাত্রীর মৃত সন্তান প্রসব, ধর্ষক পরিবারের হুমকি

  সুনামগঞ্জ প্রতিনিধি

০৭ জুলাই ২০১৯, ২১:৩২
অন্তঃসত্ত্বা
ছবি- প্রতীকী

সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইঁর ইউনিয়নে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পরে ওই ছাত্রী চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে হাসপাতালে চিৎিসাধীন অবস্থায় মৃত সন্তান প্রসব করেছে। ধর্ষণকারীর নাম মুহিদ মিয়া (২৫)। তিনি কাঠঁইর ইউনিয়নের গোলেরগাঁও গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে।

ধর্ষিতার পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় দেড় বছর আগে গোলেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী মুহিদ মিয়া শিশুটিকে ফুঁসলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে প্রেমের ফাঁদে ফেলে। পরে গত মার্চ মেয়েটিকে ধর্ষণ করে। এতে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনা ধর্ষক মুহিদ মিয়া জানার পর ১ জুলাই মেয়েটির গর্ভের সন্তান নষ্ট করার জন্য ওষুধ খেতে বাধ্য করে। এতে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে গত ৫ জুলাই সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে একটি মৃত সন্তান প্রসব করে। বর্তমানে মেয়েটি হাসপাতালে কর্তব্যরত ডাক্তারদের নিবির পর্যবেক্ষণে রয়েছে।

এ দিকে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ধর্ষক মুহিদ মিয়ার পরিবারের লোকজন মেয়েটির পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে বলে জানান মেয়েটির পরিবার। তারা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানা যায়।

এ বিষয়ে অভিযুক্ত মুহিদ মিয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি সাংবাদিক পরিচয় জানতে পেরে মোবাইল ফোনের লাইনটি কেটে দেন।

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন জানান, বিষয়টি শুনেই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ধর্ষিতা শিশুটির খোজঁ খবর নেওয়া হচ্ছে।

তিনি বলেন, এই ধরনের ঘটনায় যারাই অপরাধী হবেন তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড