• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

চলনবিলে শিকারির ফাঁদে অতিথি পাখি, রক্ষায় অভিযান

  নাটোর প্রতিনিধি

০৭ জুলাই ২০১৯, ২১:০০
বালিহাস
ফাঁদ থেকে ছানাসহ বালিহাস উদ্ধার করা হয় (ছবি- দৈনিক অধিকার)

প্রতি বছরের মতো এবারও বর্ষার শুরুতে অতিথি পাখির গুঞ্জনে মুখরিত হয়ে উঠছে সিংড়ার চলনবিল। আর এই সুযোগে বিভিন্ন ফাঁদ পেতে চলছে পাখি শিকার।

রবিবার (৭ জুলাই) সকালে নাটোরের সিংড়ার ভাগনাগরকান্দি গ্রামে অভিযান পরিচালনা করে ৬টি বালিহাস ছানা ও ২ পাখি উদ্ধার করে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা বন কর্মকর্তা মাহবুব হোসেন, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, পরিবেশ কর্মী খান মো. শারফুল ইসলাম খোকন প্রমুখ।

পাখি উদ্ধার অভিযানে জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা (ছবি- দৈনিক অধিকার)

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, বর্ষার শুরুতে ও শেষ ভাগে চলনবিলে পাখিদের কোলাহল, কলরব, ডানা মেলে অবাধ বিচরণ আর ঝাঁকে ঝাঁকে অতিথি পাখিদের আগমন সকলেরই দৃষ্টি আকর্ষণ করে। তাই পুরো চলনবিল এলাকাতেই এখন অতিথি পাখির আগমন যেন লক্ষ্যণীয়। আর এই অতিথি পাখিসহ চলনবিলের জীববৈচিত্র্য রক্ষায় একান্তভাবে কাজ করে যাচ্ছে স্থানীয় কিছু পরিবেশবাদী সংগঠন

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড