• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘বিমানবন্দরের জন্য আড়িয়াল বিল এখনো সরকারের বিবেচনায় রয়েছে’

  শ্রীনগর প্রতিনিধি, মুন্সীগঞ্জ

০৭ জুলাই ২০১৯, ০৯:৫০
মতবিনিময় সভা
আড়িয়াল বিলে বিমানবন্দর বাস্তবায়ন কমিটির আয়োজনে মতবিনিময় সভা ( ছবি : দৈনিক অধিকার)

মুন্সীগঞ্জবাসী যদি আড়িয়াল বিলে বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর চান তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিষয়টি তুলে ধরবেন বলে জানিয়েছেন সাবেক প্রকল্প পরিচালক (পিডি) জয়নাল আবেদীন তালুকদার। তিনি বলেন, আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য আড়িয়াল বিল এখনো সরকারের বিবেচনায় রয়েছে।

শনিবার (৬ জুলাই) দুপুরে শ্রীনগরে আড়িয়াল বিলে বিমানবন্দর বাস্তবায়ন কমিটির আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাবেক প্রকল্প পরিচালক বলেন, আড়িয়াল বিলে বিমানবন্দর নির্মাণের ক্ষেত্রে তৎকালীন সময়ে সরকারের নেওয়া পদক্ষেপের সঠিক তথ্য বিলবাসীর জানা ছিল না। এ কারণে ওই সময়ে বিমানবন্দর নির্মাণে তারা বিরোধিতা করেছিল। বিমানবন্দর নির্মাণে সরকারের প্রয়োজন বিলের ১০ হাজার একর জমি। পুরো বিলে রয়েছে প্রায় ২৬ হাজার একর জমি। তাই আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে আড়িয়াল বিল এখনো সরকারের বিবেচনায় রয়েছে।

শ্রীনগর উপজেলা পরিষদের মিলনায়তনে শনিবার দুপুর ১২টায় আড়িয়াল বিলে বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তাহিয়াত হোসেন, বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক গ্রুপ ক্যাপ্টেন খান মোহাম্মদ নজিব, শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, শ্রীনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান, ইউপি চেয়ারম্যান আলহাজ আজিজুল ইসলাম প্রমুখ।

এ ছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড সদস্যরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড