• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

চাকরির প্রলোভনে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় একজন আটক

  বগুড়া প্রতিনিধি

০৪ জুলাই ২০১৯, ১৯:১৫
আটক
চাকরির প্রলোভনে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আটক পিঞ্জিরা আক্তার প্রিয়া (ছবি : দৈনিক অধিকার)

বগুড়ায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেওয়ার নামে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পিঞ্জিরা আক্তার প্রিয়া (৪৬) নামে এক নারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে বগুড়ার পুলিশ লাইন্স এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত পিঞ্জিরা আক্তার প্রিয়া শেরপুর থানার বিরইল গ্রামের মৃত পিয়ার উদ্দিনের মেয়ে।

জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয় সূত্রে জানা যায়, শেরপুর থানার ছোনকা এলাকার আব্দুল খালেকের ছেলে রবিউল ইসলাম রনিকে পুলিশে চাকরি দেওয়ার নাম করে ১০ লাখ টাকা চুক্তি করেন পিঞ্জিরা আক্তার। এরপর চুক্তির প্রাথমিক ৫০ হাজার টাকা প্রদান করে রনির পরিবার। বুধবার (৩ জুলাই) নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার পর রনি প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হয়। পরে সে প্রলোভনের বিষয়টি কৌশলে পুলিশকে জানায়। এরপর পুলিশ সদস্যরা ওই নারীকে পুলিশ লাইন্সের সামনে থেকে আটক করে।

এ ব্যাপারে বগুড়া গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, আটককৃত পিঞ্জিরা আক্তার প্রিয়া টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার জাহিদুর রহমান কালুর মাধ্যমে নিয়োগ পাইয়ে দেওয়ার নামে টাকা হাতিয়ে নেন। গত বছরও রনির কাছ থেকে তারা পুলিশের চাকরিতে নিয়োগ দেওয়ার নামে পাঁচ লাখ টাকা নেন। যার দুই লাখ টাকা এখনো ফেরত দেয়নি রনিকে।

উল্লেখ্য, ৩ জুলাই পুলিশের কনস্টেবল পদে নিয়োগের প্রাথমিক বাছাই পর্বে এক হাজার ৬৬৫ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়। পুলিশের এ পদে বিশেষ কোটাসহ নারী ও সাধারণ কোটায় ২৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রাথমিক বাছাই পর্বে উত্তীর্ণরা লিখিত, মৌখিক ও ডাক্তারি পরীক্ষায় অংশ নেবেন।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড