• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

একদিনের ভারী বৃষ্টিতেই ধসে পড়ল সড়কটি!

  সুমন খান, লালমনিরহাট

০২ জুলাই ২০১৯, ১৩:০১
সড়কে ধস
একদিনের ভারী বৃষ্টিতে ধসে পড়া সড়কের অংশ ( ছবি : দৈনিক অধিকার)

লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমলাবাড়ী-ভেলাবাড়ী পাকা সড়কটির সংস্কার কাজ মাত্র তিন মাস আগে শেষ হয়েছে। বিলও উত্তোলন করেছেন সংশ্লিষ্ট কাজের ঠিকাদার। কিন্তু একদিনের ভারী বৃষ্টিতে ধসে পড়েছে সড়কটি। ফলে ওই গুরুত্বপূর্ণ সড়কে ব্যাহত হচ্ছে যান চলাচল।

জানা গেছে, উপজেলা সদর থেকে মাত্র এক কিলোমিটার দূরে কমলাবাড়ী-ভেলাবাড়ী সড়কের বড়াবাড়ি নামক স্থানে গত শনিবার রাতের ভারী বর্ষণে ধসে পড়েছে। ওই সড়ক দিয়ে প্রতিদিন সীমান্তবর্তী দূর্গাপুর, ভেলাবাড়ি, সারপুকুর ও কমলাবাড়ী ইউনিয়নের কয়েক হাজার লোকজন উপজেলা সদরে যাতায়াত করেন। কিন্তু গুরুত্বপূর্ণ সড়কটি মেরামতের তিন মাসের মাথায় ধসে পড়ায় বিপাকে পড়েন পথচারীরা। বর্তমানে ওই সড়কে ভারী যান চলাচল বন্ধ রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, উপজেলা প্রকৌশলী অফিসের কর্মকর্তাদের যোগসাজশে সংশ্লিষ্ট কাজের ঠিকাদার সড়কটি নামমাত্র সংস্কার করে টাকা আত্মসাৎ করেছেন। নিম্নমানের কাজের অভিযোগ শুরু থেকে করলেও কোনো কর্ণপাত করেননি উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম। তারই ফলশ্রুতিতে একদিনের ভারী বৃষ্টিতে গুরুত্বপূর্ণ সড়কটি ধসে পড়েছে।

এ দিকে খবর পেয়ে আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস ঘটনাস্থলে আসেন। তিনি এলাকাবাসীর কাছে বিভিন্ন অভিযোগের কথা শুনে ধসে যাওয়া অংশ দ্রুত মেরামত করার আশ্বাস দেন। পরে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সড়কটির সংস্কার কাজে নেমে পড়ে।

এ বিষয়ে আদিতমারী উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম বলেন, ইতোমধ্যে সড়ক মেরামতের কাজ শুরু হয়েছে। রাস্তা সংস্কার কাজে কোনো অনিয়ম হয়নি। বন্যার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস বলেন, জনগুরুত্বপূর্ণ সড়কটি একদিনের বৃষ্টিতে ধসে যাবে তা কল্পনাও করতে পারিনি। কী কারণে এ ধরনের ঘটনা ঘটেছে- তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওডি/এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড