• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

রুমার খালে নিখোঁজ দুজনকে উদ্ধারে নৌবাহিনীর অভিযান

  বান্দরবান জেলা প্র‌তি‌নি‌ধি

০১ জুলাই ২০১৯, ০৯:০৫
নিখোঁজ
তিনাপ সাইথার ঝরনা ( ছবি : দৈনিক অধিকার)

বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু খালে পানির স্রোতে ভেসে নিখোঁজ হওয়া দুই পর্যটককে উদ্ধারে নৌবাহিনীর ১০ ডুবুরি অভিযান শুরু করেছেন। র‌বিবার (৩০ জুন) বিকালে চট্টগ্রাম থেকে নৌবাহিনীর ১০ ডুবুরি হেলিকপ্টারযোগে রুমায় আসার পর নি‌খোঁজ‌দের উদ্ধা‌রে নামেন তারা।

নিখোঁজরা হলেন- নৌবাহিনীর কর্মকর্তা সাব লে. মো. সাইফুল্লাহ্ (২৩) ও ঢাকা আর্ট কলেজের ছাত্রী জান্নাত আরা বেগম (১৮)। রবিবার সকালে তারা নিখোঁজ হওয়ার পর এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, গত শনিবার সন্ধ্যায় ওই এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়। এতে পইন্দু খালসহ আশপাশের ঝিরি-ঝরনায় স্রোত বেড়ে যায়। এমন অবস্থায় ঢাকা নৌ-বাহিনীর বিএনএস হাজী মহসিনের নবীন চার কর্মকর্তাসহ মোট ছয়জন রুমা উপজেলার তিনাপ সাইথার ঝরনা দেখে ফেরার পথে পাহাড়ি খাল পার হতে গিয়ে দুইজন নিখোঁজ হন।

রুমা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম দৈনিক অধিকারকে বলেন, সন্ধ্যায় শনিবার নৌবাহিনীর ঢাকা বিএনএস হাজী মহসিনের নবীন চার কর্মকর্তা ও তাদের দুই বন্ধু মিলে রুমা উপজেলার দুর্গম ঝরনা তিনাপ সাইথার দেখতে গিয়ে ফেরার পথে নৌবাহিনীর এক কর্মকর্তাসহ দুইজন নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

ওডি/ এসএএফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড