• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘৯ মাসের শিশু’ ধর্ষণ মামলার আসামির আত্মসমর্পণ

  ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম

৩০ জুন ২০১৯, ২২:০৬
চট্টগ্রাম
ধর্ষক মোজাম্মেল (ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নয় মাসের শিশুকে ধর্ষণের ঘটনায় এক যুবক আত্মসমর্পণ করেছে। রবিবার (৩০ জুন) সে চট্টগ্রাম আদালতে আত্মসমর্পণ করে।

তার নাম মুহাম্মদ মোজাম্মেল (২৬)। ঘটনার ছয় দিন পর মোজাম্মেল নিজের আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে।

আত্মসমর্পণের পরে মোজাম্মেল আদালতের কাছে জামিন প্রার্থনা করে। তবে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুস্মিতা আহমদ তার জামিন নামঞ্জুর করে চট্টগ্রাম কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত পরিদর্শক বিজন বড়ুয়া মোজাম্মেলের আত্মসমর্পণের পরে কারাগারে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নয় মাস বয়সী ওই শিশুকে বাসায় রেখে তার মা কাপড় পরিষ্কার করতে পুকুরে যান। সেই সুযোগে মোজাম্মেল গত মঙ্গলবার (২৫ জুন) দুপুরে শিশুটিকে ধর্ষণ করে।

পরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় দেখে তার মা প্রথমে তাকে উপজেলার নাজিরহাট স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার পরদিন বুধবার (২৬ জুন) রাতে শিশুটির মামা বাদী হয়ে মোজাম্মেলকে একমাত্র আসামি করে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেন।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড