• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্বর্ণপাচার মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

৩০ জুন ২০১৯, ২০:২৫
চুয়াডাঙ্গা
দণ্ডপ্রাপ্ত দেলোয়ার হেসেন (ছবি : দৈনিক অধিকার)

চুয়াডাঙ্গায় স্বর্ণপাচার মামলায় দেলোয়ার হোসেন (৪৭) নামে এক চোরাকারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (৩০ জুন) বিকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রবিউল ইসলাম এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত দেলোয়ার হেসেন ফরিদপুর জেলার বোয়ালমারী থানার চরবর্র্ণী গ্রামের ওমদে শেখের ছেলে।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, গত ২০১৮ সালের ২৯ জুন সকালে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে স্বর্ণ পাচারের সময় দেলোয়ার হোসেনকে আটক করে শুল্ক ও গোয়েন্দা বিভাগের একটি দল। এরপর তার দেহ ও সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। সে দিনই শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের (বেনাপোল সার্কেল) সহকারী রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় দেলোয়ার হোসেনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলাটির তদন্তকারী কর্মকর্তা ছিলেন দামড়হুদা মডেল থানার উপপরিদর্শক কামরুল হাসান।

এরপর তদন্তকারী কর্মকর্তা তার তদন্ত শেষে দেলোয়ার হেসেনকে অভিযুক্ত করে ২০১৮ সালের ৩১ আগস্ট অভিযোগপত্র আদালতে প্রদান করে।

পরে এ মামলার বাদী ও ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও পরীক্ষা-নিরীক্ষা শেষে রবিবার তাকে দোষী সাব্যস্ত করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড