• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪০

  কুমিল্লা প্রতিনিধি

২৮ জুন ২০১৯, ১১:৩৫
সড়ক দুর্ঘটনা
যাত্রীবাহী রয়েল কোচ বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডোবায় পড়ে ( ছবি : দৈনিক অধিকার)

কুমিল্লার ইলিয়টগঞ্জ ও চান্দিনায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ জুন) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এসব দুঘর্টনা ঘটে।

দাউদকান্দি উপজেলায় কুমিল্লাগামী যাত্রীবাহী রয়েল কোচ বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডোবায় পড়ে দুই নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন যাত্রী।

নিহতরা হলেন- জেলার বুড়িচং উপজেলার সিতালীহর গ্রামের সফিকুর রহমানের স্ত্রী রৌশন আরা বেগম (৬০) এবং মুরাদনগর উপজেলার মামুন মিয়ার মেয়ে আনিকা (২২)।

গুরুত্বর আহত তাসলিমা আক্তার (৩০), নাজনীন (১৯), বিল্লাল (৩৮) ও সামসুন্নাহারসহ (৩৬) সাত জনকে ঢাকা ও কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

খবর পেয়ে হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিওনের সহকারী পুলিশ সুপার সফিকুল ইসলাম শিকদার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।

অন্যদিকে, বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার দিকে চান্দিনার বড় গোবিন্দপুরে ঢাকা থেকে ছেড়ে আসা হাজীগঞ্জগামী তিশা বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৩০ জন আহত হয়েছেন।

গাড়িতে থাকা এক যাত্রী জানান, ঢাকা থেকে ছেড়ে আসার পর গাড়িটির বেপরোয়া গতির কারণে কয়েকবার এক্সিডেন্ট হতে গিয়েও হয়নি, তারপরও চালক গাড়ির গতি কমাননি।

আরেক যাত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ড্রাইভার খুব বাজেভাবে গাড়ি চালাচ্ছিলেন। উনি খুব দ্রুত গতিতে এলিয়ে দুলিয়ে গাড়ি চালাচ্ছিলেন। তাই এখন আমাদের এই অবস্থা ।

হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মামুন জানান, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসি এবং বাসের বেশিরভাগ যাত্রীকে আহত অবস্থায় দেখতে পেয়ে উপস্থিত জনতার সাহায্য নিয়ে হাসপাতালে পাঠিয়েছি।

ওডি/ এসএএফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড