• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

গলায় রড ঢুকে নির্মাণ শ্রমিকের মৃত্যু

  যশোর প্রতিনিধি

২৭ জুন ২০১৯, ২২:৪৫
নিহত
নিহত নির্মাণ শ্রমিক মুসা সরদার (ছবি : দৈনিক অধিকার)

গলায় লোহার রড ঢুকে যাওয়ায় যশোরে মুসা সরদার (৫০) নামে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। উপশহর হাউজিং স্টেটের ড্রেন নির্মাণ করতে গিয়ে বৃহস্পতিবার (২৭ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নির্মাণ শ্রমিক মুসা সরদার বরগুনা জেলার আমতলী উপজেলার বাদুরগাছা গ্রামের মৃত আমজাদ সরদারের ছেলে।

সহকর্মী সোহেল জানায়, উপশহর হাউজিং স্টেটের ড্রেন নির্মাণের কাজ করছিলেন উপশহরের সারথি মিল এলাকায়। আজ বিকাল ৪টার দিকে মুসা সরদার কাজ করার এক পর্যায়ে উঠে দাঁড়াতে যায়। এ সময় সে ড্রেনের মধ্যে পড়ে গেলে তার গলার ডানপাশে লোহার রড ঢুকে যায়।

এ সময় সহকর্মীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের সার্জারি বিভাগের ইন্টার্ন ডাক্তার নাজমুল হক মুসা সরদারকে মৃত ঘোষণা করেন।

যশোর উপশহর হাউজিং স্টেটের কর্মকর্তা দীপক কুমার রায় বলেছেন, নির্মাণ শ্রমিকের গলায় রড ঢুকে গেছে এটা শুনেছি। কিন্তু সে মারা গেছে কি না তা জানি না।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড