• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

হোমিও ব্যবসার আড়ালে যুব সমাজ ধ্বংসের মিশন

  নবীনগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

২৬ জুন ২০১৯, ২২:৪০
আটক
অ্যালকোহল বিক্রির অভিযোগে আটক ডা. মো. আব্দুল করিম ও ডা. মো. শামীম পারভেজ (ছবি : দৈনিক অধিকার)

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় হোমিও ওষুধের আড়ালে অ্যালকোহল বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ জুন) রাতে উপজেলার সলিমগঞ্জ বাজার থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃত দুই ব্যবসায়ী হলেন- বাঞ্ছারামপুর উপজেলার বাহেরচর গ্রামের সামসুল হকের ছেলে ডা. মো. আব্দুল করিম (৪৮) ও বড়িকান্দি ইউনিয়নের মোক্তারামপুর গ্রামের আব্দুস ছালামের ছেলে ডা. মো. শামীম পারভেজ (৪০)।

জানা যায়, সলিমগঞ্জ অস্থায়ী পুলিশ ক্যাম্পে কর্মরত এসআই ইহসানুল হাসানের নেতৃত্বে এএসআই ইউসুফ ও তার সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার রাতে সলিমগঞ্জ বাজার এলাকার সুফলা হোমিও ফার্মেসি ও উপশম হোমিও হলের দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের হোমিও ওষুধের দোকান থেকে নেশা জাতীয় ১৯০ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়।

সলিমগঞ্জ অস্থায়ী পুলিশ ক্যাম্পে কর্মরত এসআই ইহসানুল হাসান জানান, সুফলা হোমিও ফার্মেসি মালিক ডা. শামীম পারভেজ ও উপশম হোমিও হলের মালিক ডা. মো. করিম বাজারে হোমিও ব্যবসার আড়ালে দীর্ঘদিন ঘরে নেশা জাতীয় অ্যালকোহল বিক্রি করে যুব সমাজকে ধ্বংস করে আসছে এমন সংবাদ পেয়ে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ১৯০ বোতল অ্যালকোহলসহ তাদের আটক করা হয়।

বুধবার (২৬ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড