• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্রসহ আটক ১

  কক্সবাজার প্রতিনিধি

২৫ জুন ২০১৯, ১৫:০৪
আটক
অস্ত্রসহ আটক ব্যক্তি (ছবি : দৈনিক অধিকার)

কক্সবাজারের টেকনাফে হ্নীলা রঙ্গীখালী থেকে আবছার কামাল (২৭) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। সোমবার (২৪ জুন) উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ সময় দেশীয় তৈরি ৪টি বন্দুক ও ১০ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিজিবি-২ অধিনায়ক মো. কর্ণেল ফয়সাল হাসান খাঁন।

তিনি জানান, সোমবার ওই এলাকায় জৈনক হেলাল উদ্দীনের মালিকানাধীন ভাই ভাই রাইস মিলে অস্ত্র ও গুলাবারুদ বেচা-কেনা হবে এমন তথ্যের ভিত্তিতে বিজিবি-২ সদস্যরা অভিযান পরিচালনা করে। তখন রাইচ মিলের অভ্যন্তরে ধানের বস্তার ভিতরে লুকানো অবস্থায় ৪টি দেশীয় তৈরি বন্দুক ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করে। এ সময় অগ্নেয়াস্ত্র মজুদ রাখার অপরাধে একই এলাকার ফরিদ আহমদের পুত্র আবছার কামালকে আটক করা হয়। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান বিজিবি।

তবে সংশ্লিষ্ট সূত্র এসব অস্ত্রের মূল মালিক কে সে সম্পর্কে কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড