• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

দুই ঘণ্টা ব্যবধানে দুই বোনের মৃত্যু

  বাগেরহাট প্রতিনিধি

২৩ জুন ২০১৯, ১৬:৩৭
বাগেরহাট
নিহত দুই বোনের একজন (ছবি : দৈনিক অধিকার)

বাগেরহাটের শরণখোলা উপজেলায় একই পরিবারের দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার উত্তর কদমতলা গ্রামে রবিবার (২৩ জুন) সকালে দুই ঘণ্টার ব্যবধানে ঘটনাটি ঘটে।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উত্তর কদমতলা গ্রামের জেলে আলম খানের ৪র্থ মেয়ে মেঘনা (২০) স্বামী সেলিম তালুকদারের নির্যাতনের শিকার হয়ে রবিবার ভোর ৬টায় তার বাবার বাড়িতে মারা যায়।

বোনের মৃত্যুর দুই ঘণ্টা পর সকাল ৮টার দিকে মাদ্রাসা পড়ুয়া ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী তামান্না (১২) ঘরের বৈদ্যুতিক পাখার সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

তাৎক্ষণিকভাবে তাকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় প্রতিবেশীরা। ওই সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুই ঘণ্টার ব্যবধানে দুই বোনের মৃত্যুর ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খবর পেয়ে শরণখোলা থানা পুলিশ স্বামীর নির্যাতনে নিহত মেঘনার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করেছেন। অপরদিকে পরিবারের আবেদনের প্রেক্ষিতে প্রশাসনের অনুমতি সাপেক্ষে ময়না তদন্ত ছাড়া তামান্নাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড