• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ মানবপাচার মামলার ২ আসামি নিহত

  কক্সবাজার প্রতিনিধি

২৩ জুন ২০১৯, ১০:৫৯
বন্দুকযুদ্ধ
ছবি : প্রতীকী

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মানবপাচার মামলার দুইজন আসামি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন রোহিঙ্গা এবং অপরজন বাংলাদেশি বলে পুলিশ জানিয়েছেন। এতে আহত হয়েছেন পুলিশের তিন সদস্য।

রবিবার (২৩ জুন) ভোর রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া নৌকা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ বন্দুকযুদ্ধের তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের নাইট্যং পাড়ার মৃত রশিদ আহাম্মদের ছেলে মোহাম্মদ রুবেল ও উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ হাবিবুল্লাহর ছেলে ওমর ফারুক। আহত পুলিশ সদস্যরা হলেন- এসআই নুরুল ইসলাম, কনস্টেবল শামীম রেজা ও মো. মহিউদ্দিন।

পুলিশ জানান, রুবেল ও ওমর ফারুক মানবপাচার মামলার আসামি। তারা সম্প্রতি সাগরপথে মালয়েশিয়ায় মানবপাচারের জন্য গড়ে ওঠা সংঘবদ্ধ চক্রের সদস্য।

ওসি প্রদীপ বলেন, ‘কাটাবনিয়া নৌকা ঘাট এলাকায় রুবেল ও ওমর ফারুক অবস্থান করছে এমন খবরে ভোরে তাদের গ্রেপ্তারের জন্য পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রুবেল ও ফারুকসহ তাদের সহযোগীরা গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। এক পর্যায়ে অন্যরা পালিয়ে গেলে ঘটনাস্থলে রুবেল ও ফারুককে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। পরে সেখানে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠান।

ঘটনাস্থল থেকে ২টি দেশীয় বন্দুক, ১১টি গুলি ও ১৮টি গুলির খোসা পাওয়া যায় বলেও জানান ওসি।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড