• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

অস্বাস্থ্যকর পরিবেশে চলছে কলারোয়ার ব্রজবাক্স বাজারের কার্যক্রম

  ফারুক হোসেন রাজ, কলারোয়া, সাতক্ষীরা

২১ জুন ২০১৯, ১১:৪২
কলারোয়ার ব্রজবাক্স বাজার
ময়লা-আবর্জনার স্তুপের মধ্যে চলছে ব্রজবাক্স বাজারের বেচা-কেনা ( ছবি : দৈনিক অধিকার)

স্থানীয় জনপ্রতিনিধি আর প্রশাসনের অবহেলায় ময়লা-আবর্জনার স্তুপ আর অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে চলছে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ব্রজবাক্স কাঁচা বাজারের কার্যক্রম। এ অবস্থায় বারবার সংস্কার এবং পরিচ্ছন্নতার দাবি জানিয়েও কোনো সুরাহা পাননি ব্যবসায়ীরা। ফলে অস্বাস্থ্যকর, দুর্গন্ধময় ও দূষিত পরিবেশে চলছে ১৪টি গ্রামের মানুষের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় কেনাবেচা।

সরেজমিনে দেখা যায়, কাঁচা বাজারটির ভেতের ও চারপাশে ময়লার স্তুপ জমে আছে। আর সেখান থেকে দুর্গন্ধ ছড়িয়ে বাজারের পরিবেশ দূষিত করছে। সেই সঙ্গে ফেনসিডিলসহ বিভিন্ন মাদক দ্রব্যের চিহ্ন রয়েছে ময়লার স্তুপে। মেরামতের অভাবে অধিকাংশ হাটচালির টিনশেড নষ্ট হয়ে যাচ্ছে। এর মধ্যে একটি হাটচালির ধ্বংসের পথে যার নিচে জীবনের ঝুঁকি নিয়ে কেনা-বেচা করছেন ব্যবসায়ীরা।

এ ব্যাপারে মাছ ব্যবসায়ী মুনছুর আলী জানান, প্রতি সপ্তাহের তিনটি হাটে খাজনা দিচ্ছি, ঝাড়ুদারকে টাকা দিচ্ছি, তবুও সংস্কার ও পরিষ্কার করার কেউ নেই। নিরুপায় হয়ে পঁচা সবজি, মলমূত্র ও মাদকদ্রব্যের দুর্গন্ধের মধ্যে বসে বেচা-কেনা করতে গিয়ে আমরা নিজেরাই অসুস্থ হয়ে পড়েছি। সংশ্লিষ্ট সবাইকে বারবার অবহিত করেও কোনো ফল পাওয়া যাচ্ছে না।

তরকারি ব্যবসায়ী কওসার আলী গাইন বলেন, এখানে ব্যবসা করার মতো পরিবেশ নেই। সামনে বর্ষাকাল বৃষ্টিতে ভিজে কেনাবেচা করা অসম্ভব হয়ে পড়ে। মাথার ওপরে কিছুই নেই। নামমাত্র হাটচালিতে ব্যবসা করছি। অথচ ঠিকাদাররা প্রতি হাটে খাজনা নিয়ে যাচ্ছে। ঝড় বৃষ্টিতে পলিথিন টাঙিয়ে কেনাবেচা করছি। এটি দ্রুত সংস্কার না হলে ব্যবসাই হয়তো বন্ধ হয়ে যাবে।

বিশিষ্ট ব্যবসায়ী আতিয়ার বলেন, শত বছরের পুরাতন (ঢবঢবির) বাজারই হিন্দু সম্প্রদায়ের ব্রজেন্দ্রনাথ গাঙ্গুলীর নামানুসারে বর্তমান ব্রজবাক্স হিসাবে পরিচিতি লাভ করেছে। ১২০ বছর আগে থেকেই সপ্তাহে তিন দিন (রবি,মঙ্গল ও বৃহস্পতিবার) এই বাজারে প্রচুর মানুষের আনাগোনা হয়।

এই বাজারের উন্নয়নের লক্ষ্যে বাংলা ১৩৫০ সালে ১৪টি গ্রামের মানুষের সমন্বয়ে (ঢবঢবির) বাজারকে স্থান্তরিত ও নাম পরিবর্তন করে বর্তমান ব্রজবাক্স বাজার রাখা হয়। এতগুলো সাধারণ খেটে খাওয়া মানুষের আনাগোনা বাজারটিতে কিন্তু নোংরা পরিবেশের জন্য ভয়ংকর সব রোগ-ব্যাধির সম্মুখীন হচ্ছে।

স্থানীয় হেলাতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন দৈনিক অধিকারকে বলেন, বাজারের অপরিচ্ছন্ন পরিবেশের বিষয়টি আসলে দুঃখজনক এবং আমি লজ্জিত। কিন্তু উপজেলা থেকে বাজার উন্নয়নের জন্য ১০ শতাংশ বরাদ্দ পাওয়ার কথা থাকলেও বিগত তিন বছর ধরে পাচ্ছি না, যা উপজেলা নির্বাহী অফিসে আটকে আছে। বর্তমান ও আগের নির্বাহী কর্মকর্তাকে বার বার জানানোর পরেও কোনো বরাদ্দ বা ফল পায়নি। যে কারণে উন্নয়নের কাজটি করতে পারছি না।

তিনি বলেন, লিখিত অভিযোগের মাধ্যমে (নির্বাহী অফিসারকে) অবগত করে দু-এক দিনের মধ্যে সংস্কার করার ব্যবস্থা নেব।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ বলেন, বাজারের বিষয়টি চেয়ারম্যান আমাকে অবহিত করেনি। যতদ্রুত সম্ভব সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানের সঙ্গে কথা বলে সংস্কারের ব্যবস্থা করবো।

ওডি/এসএএফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড