• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

নুসরাত হত্যার বিচার শুরু

২৭ জুন সাক্ষ্যগ্রহণ

  ফেনী প্রতিনিধি

২০ জুন ২০১৯, ২১:১১
আসামি
আসামিদের আদালতে হাজির করা হয় (ছবি- দৈনিক অধিকার)

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) মামলাটির চার্জ গঠনের মধ্য দিয়ে এ বিচার কর্যক্রম শুরু হয়।

একই দিন এ মামলার ১৬ আসামির জামিন আবেদন করা হলেও তা নামঞ্জুর করে আগামী ২৭ জুন সাক্ষ্যগ্রহণের জন্য তারিখ ধার্য করেছেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালত। আলোচিত এ মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য নির্ধারিত ধার্যের তারিখ ২০ জুন বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আদালতে হাজির হয় চার্জশিটভুক্ত ১৬ আসামিকে। গত ১০ জুন মামলাটির অভিযোগপত্র গ্রহণ করেন আদালতে। অভিযোগপত্রে যাদের নাম রয়েছে তারা হলেন- সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ এসএম সিরাজ উদ-দৌলা (৫৭), নুর উদ্দিন (২০), শাহাদাত হোসেন শামীম (২০), কাউন্সিলর ও সোনাগাজী পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম ওরফে মোকসুদ কাউন্সিলর (৫০), সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের (২১), জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন (১৯), হাফেজ আব্দুল কাদের (২৫), আবছার উদ্দিন (৩৩), কামরুন নাহার মনি (১৯), উম্মে সুলতানা ওরফে পপি ওরফে তুহিন ওরফে চম্পা/শম্পা (১৯), আব্দুর রহিম শরীফ (২০), ইফতেখার উদ্দিন রানা (২২), ইমরান হোসেন ওরফে মামুন (২২), সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সহ-সভাপতি রুহুল আমিন (৫৫), মহিউদ্দিন শাকিল (২০) ও মোহাম্মদ শামীম (২০)।

আদালতে হাজির হয় চার্জশিটভুক্ত ১৬ আসামিকে (ছবি- দৈনিক অধিকার)

উল্লেখ্য, সোনাগাজীর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ-দৌলার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা করায় ওই আলিম পরীক্ষার্থী নুসরাতকে হত্যার উদ্দেশ্যে গত ৬ এপ্রিল গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ১০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুসরাত। এ ঘটনায় নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান বাদী হয়ে সোনাগাজী থানায় মামলা করেন। ১২ এপ্রিল মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেয়া হয়। এ ঘটনায় ২১ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ১২ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। ৫ জনের অব্যাহতি এবং ১৬ জনের ফাঁসি চেয়ে গত ২৮ মে আদালতে অভিযোগপত্র জমা দেয় পিবিআই।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড