• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কথিত ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত দলের সদস্য নিহত

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

২০ জুন ২০১৯, ০৮:৫৩
বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধে নিহতের মরদেহ (ছবি : দৈনিক অধিকার)

নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম লিপু (৩২)।

বুধবার (১৯ জুন) গভীর রাতে ফতুল্লার দাপা বালুর মাঠ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত লিপু পিলকুনি এলাকার মৃত শামসুল হকের ছেলে।

এদিকে ডিবি পুলিশ দাবি করেন, নিহত লিপু ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে মাদক ব্যবসা ও ডাকাতিসহ ১৫টি মামলা রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বুধবার লিপুকে গ্রেফতার করা হয়। রাতে তাকে নিয়ে মাদক ও অস্ত্র উদ্ধার অভিযানে যায় ডিবির একটি দল। এ সময় দাপা বালুর মাঠ এলাকায় পৌঁছালে লিপুর সহযোগীরা তাকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। তখন আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। গোলাগুলির এক পর্যায়ে লিপুর সহযোগীরা পালিয়ে যায়। পরে লিপুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান এনামুল হক।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড