• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাদারীপুরে বিআরটিসির বাস দুর্ঘটনা, চালকসহ নিহত ২

  মাদারীপুর প্রতিনিধি

১৯ জুন ২০১৯, ২১:৩১
সড়ক দুর্ঘটনা
সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগা বিআরটিসি বাস (ছবি : দৈনিক অধিকার)

মাদারীপুরের কালকিনী উপজেলার ভাঙ্গাব্রিজ এলাকায় বিআরটিসি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বাসের কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

বুধবার (১৯ জুন) সাড়ে ৩ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ইসেবেলা পেট্রোল পাম্পের পাশে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালগামী বিআরটিসি পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে জায়গা দিতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে সড়কের পাশে গাছের সঙ্গে বিআরটিসির বাসের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হন ট্রাক ড্রাইভার ও হেলপার।

নিহতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার ইটেরপোল এলাকার সবুজ খলিফার ছেলে ট্রাকের চালক আবু বকর (৩৪) ও হাজিরহাওলা এলাকার বেলায়েত মোল্লার ছেলে ট্রাক চালকের সহকারী নিলয় মোল্লা (১৮)।

দুর্ঘটনায় বাসের কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ দিকে ফিরোজ তালুকদার (২৮) ও হুমায়ন কবীর (৩০) নামে দুইজন বাস যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়ছে। নিহত দুইজনই মাদারীপুর শ্রমিক ইউনিয়নের সদস্য।

ডাসার থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে আসি এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। তবে দুইজন ঘটনাস্থলেই মারা গেছেন।

মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা অখিল সরকার বলেন, সড়ক দুর্ঘটনায় আমরা ১২ জনকে ভর্তি করি। এর মধ্যে দুজন মারা গেছেন। আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। বাকিদের আমরা আমাদের সাধ্যমতো চিকিৎসা দিয়ে যাচ্ছি।

ওডি/ এসএএফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড