• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ভারতীয় গরু উদ্ধার

  দামুড়হুদা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

১৯ জুন ২০১৯, ১৭:৪৫
উদ্ধার
উদ্ধারকৃত ভারতীয় গরু (ছবি : দৈনিক অধিকার)

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ৫টি গরু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বধুবার (১৯ জুন) ভোর রাতে দামুড়হুদা থানার অন্তর্গত ঠাকুরপুর সীমান্তে অভিযান চালিয়ে পরিক্ত্যত অবস্থায় গরুগুলো উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ইমাম হাসান জানান, ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার আইয়ুব আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সীমান্তবর্তী ঠাকুরপুর মাঠ নামক স্থান থেকে ৫টি ভারতীয় গরু উদ্ধার করে। উদ্ধারকৃত গরুগুলোর আনুমানিক মূল্য ছয় লাখ টাকা। উদ্ধারকৃত গরুগুলো দর্শনা কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে, বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন।

এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১৫ জনকে আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় চুয়াডাঙ্গা ৬ বিজিবি। অভিযুক্তরা হলেন- দামুড়হুদা উপজেলার চাকুলিয়া গ্রামের মনির হোসেন (৩২), সিরাজুল ইসলাম (৩৩), মো. মুকুল মিয়া (২৫), মো. নেপা (৩২), মো. সম্রাট (৩০), মো. গনি মিয়া, মো. তাজমুল (২৬), আসাদুল মোল্লা (৩০), মো. শহিদুল ইসলাম (২৮), আরিফুল আলী (২৭), মো. রাজু মিয়া (২৯), মো. মুছা মিয়া (৩২), ওহেদ আলী (২৭), মো. রফিকুল (৩৫) ও মো. এমাদুল হক (২৮)। এদের পলাতক আসামি করে চুয়াডাঙ্গা ৬ বিজিবির হাবিলদার মো. আইয়ুব আলী বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড