• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

উপজেলা নির্বাচন

নকলায় স্বতন্ত্রের ভারে ডুবল নৌকা

  শেরপুর প্রতিনিধি

১৮ জুন ২০১৯, ২১:৪৯
শেরপুর
ব্যালট বাক্স (ছবি : সংগৃহীত)

শেরপুরের নকলা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে বিপুল ভোটে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন।

মঙ্গলবার (১৮ জুন) সন্ধ্যায় ভোট গণনা শেষে বেসরকারিভাবে পাওয়া ফলাফলে এ তথ্য জানা যায়।

নির্বাচনে শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২৯ হাজার ৮৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম জিন্নাহ পেয়েছেন ২৪ হাজার ৮৮৩ ভোট।

এদিকে ভাইস চেয়ারম্যান পদে সারোয়ার আলম তালুকদার (চশমা) ৪০ হাজার ২২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম (তালা) পেয়েছেন ১৩ হাজার ৯২৪ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফরিদা ইয়াসমিন (কলস) ৩৪ হাজার ২৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দা উম্মে কুলসুম (প্রজাপতি) ১১ হাজার ৯০৫ ভোট পেয়েছেন।

বাম থেকে বোরহান উদ্দিন, সারোয়ার আলম, ফরিদা ইয়াসমিন (ছবি:সংগৃহীত)

এ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

উল্লেখ, এ নির্বাচনে ৬৭টি ভোট কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড