• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

উপজেলা নির্বাচন : বন্দরে ইভিএমে ভোটগ্রহণ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

১৮ জুন ২০১৯, ১৬:৫৬
নির্বাচন
নারায়ণগঞ্জে ইভিএমে ভোটগ্রহণ (ছবি : দৈনিক অধিকার)

নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা নির্বাচনে সকল কেন্দ্রে ভোটগ্রহণ চলছে ইভিএম পদ্ধতিতে। বন্দর উপজেলার এক লাখ ১৪ হাজার ৫৫৩ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৫৮ হাজার ও নারী ভোটার ৫৬ হাজার ২৬৪ জন।

মঙ্গলবার (১৮ জুন) উপজেলার ৫৪টি কেন্দ্রে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত।

ওই উপজেলায় চেয়ারম্যান পদে একক প্রার্থী হিসেবে বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ নির্বাচিত হয়েছেন। এ দিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন পাঁচজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন তিনজন প্রার্থী।

নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশন থেকে দৈনিক অধিকারকে বলেন, উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে। সকল কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ চলছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের ডিআইও-২-এর সাজ্জাদ রোমন দৈনিক অধিকারকে বলেন, বন্দর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি ইউনিয়নে দুইটি ও কলাগাছিয়ায় তিনটি মোবাইল টিম আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়োজিত আছে। মোট ১১টি মোবাইল টিম কাজ করছে। এছাড়া আনসার, গ্রাম পুলিশসহ পুলিশ সদস্য রয়েছে মোট ১ হাজার ৮৯ জন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ বন্দর উপজেলার বেশ কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শনসহ আইনশৃঙ্খলা পরিবেশের খোঁজ খবর নেন।

সরেজমিন ঘুরে দেখা গেছে, মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে ভোটার উপস্থিতি তুলনামূলক কম। প্রিজাইডিং অফিসার আব্দুল মান্নান বলেন, সকালে ভোটার উপস্থিতি কম হলেও আশা করছি দুপুরের দিকে ভোটার উপস্থিতি বাড়বে। ২ হাজার ৭৪৪ ভোটের মধ্যে ২০৩টি ভোট পড়েছে। নয়াপুর এলাকার মুছাপুর ইউনিয়ন পরিষদ ভোট কেন্দ্রে কিছু সংখ্যক ভোটার রয়েছে। লাঙ্গলবন্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয়েও দেখা গেছে একই। ২ হাজার ৯৬ ভোটের মধ্যে ভোট পড়েছে ১৬৯টি।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড