• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

গাজীপুরে স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

  গাজীপুর প্রতিনিধি

১৮ জুন ২০১৯, ১৪:২৬
ইজাদুর রহমান মিলন
সংবাদ সম্মেলনে ইজাদুর রহমান মিলন (ছবি : দৈনিক অধিকার)

গাজীপুর সদর উপজেলা নির্বাচনে নানা অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী ইজাদুর রহমান মিলন।

তিনি জানান ৫০টি কেন্দ্রে ইভিএমে ভোট হলেও সকাল থেকে তার এজেন্টের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।

এমনকি ভোটাররা ভোট দিতে গেলে তাদের মারধর করা হচ্ছে। তিনি এ ব্যাপারে প্রশাসনের অভিযোগ করেও কোনো প্রতিকার না পাওয়ায় বেলা ১১টার সময় তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে নির্বাচন বয়কট করে সরে দাঁড়ান। এবং তার ভোটারদের কেন্দ্রে না যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

এ নির্বাচনে ৪ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও নির্বাচনের আগেই দুইজন প্রার্থী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রিনাকে সমর্থন করে সরে দাঁড়ায়। এর পরে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা ছিল। কিন্তু এ নির্বাচন থেকে ইজাদুর রহমান মিলন সরে দাঁড়ানোর পর নৌকার বিরুদ্ধে আর কোনো প্রার্থী থাকল না।

উল্লেখ্য, পঞ্চম ধাপে গাজীপুর সদর উপজেলা নির্বাচনে ৫০টি ইভিএম কেন্দ্রে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত। এ নির্বাচনের মোট ভোটার ১ লাখ ১৭ হাজার ৪৮৫ জন। এর মধ্যে মহিলা ৫৮ হাজার ৫১৮ জন ও পুরুষ ৫৮ হাজার ৯১৭ জন।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড