• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

রুমায় আনারসের ব্যাপক ফলন, দামেও খুশি চাষিরা

  রুমা প্রতিনিধি, বান্দরবান

১৮ জুন ২০১৯, ১৩:১৭
বান্দরবান
আনারস সংগ্রহ করে সেগুলো গ্রেডিং করছে চাষিরা

বান্দরবানের রুমা উপজেলায় এবার আনারসের বাম্পার ফলনে আনন্দে দিন কাটছে আনারস চাষিদের। কারণ তারা প্রতিটি আনারস ১৩ থেকে ২৫ টাকা পর্যন্ত বিক্রি করছে ঘর থেকেই। পাইকার ব্যবসায়ীরা পাড়ায় এসে ট্রাক ভর্তি করে নিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। যদিও স্থানীয় বাজারে প্রতিটি আনারসের খুচরা দাম ৪০ থেকে ৬০ টাকা।

রুমার আনারস চাষে প্রসিদ্ধ বেথেল পাড়ায় সরেজমিনে দেখা যায় চাষিরা বাগান থেকে আনারস সংগ্রহ করে সেগুলো আবার গ্রেডিং করে বিক্রির জন্য পাড়ার মাঝখানে সাজিয়ে রাখছে। এভাবে রুমার মুনলাই পাড়া, লাইরুনপি পাড়া, ইডেন পাড়া প্রভৃতি এলাকার আনারস চাষিরা আনারসের আকার অনুযায়ী গ্রেডিং করে পাড়া থেকেই বিক্রি করছে। নেই কোনো পরিবহন ঝামেলা।

কৃষি বিভাগের উদ্যান উন্নয়ন কর্মকর্তা মো. ইউছুপ জানান, রুমা উপজেলায় ১৪০০ হেক্টর জমিতে আনারস চাষ হয়ে থাকে। রুমার শুধু বেথেল পাড়াতেই প্রায় ৭০ পরিবার ঐতিহ্যগতভাবে আনারস চাষের সাথে জড়িত, তারা প্রায় ২৫ হেক্টর জমিতে আনারস চাষ করে আসছে।

জায়ান্টকুইন নামের আনারসের এ জাত আকারে যেমন বড় তেমনি খেতেও রসালো ও অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে। এবার চাষিরা বলছেন প্রতি শতাংশে প্রায় ৩ হাজার ফলন হয়েছে, গত বছরের তুলনায় ফলন প্রায় দ্বিগুণ। উৎপাদন ব্যয় এ বছর কিছুটা বৃদ্ধি পেলেও ভালো ফলন ও দামে চাষিরা সন্তুষ্ট।

কৃষি বিভাগের সূত্রে জানা যায় এ বছরের অনিয়মিত বৃষ্টিপাত আম, লিচুসহ অন্যান্য ফসলে ক্ষতিকর প্রভাব পড়লেও আনারসের ক্ষেত্রে কোনো ক্ষতি হয়নি, তাছাড়া পাহাড়ের মাটি আনারস চাষের জন্য অত্যন্ত অনুকূল।

বেথেল পাড়ার আনারস চাষি লমজুয়াল বম জানান, তার মাত্র ২ শতাংশ জমির একটি বাগানের উৎপাদিত আনারস বিক্রি করে আয় হয়েছে ৬০ হাজার টাকা। চাষিরা বলছেন প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণের ব্যবস্থা না থাকায় আনারস পরিপক্ব হওয়ার সাথে সাথেই তড়িঘড়ি উত্তোলন করে বিক্রি করতে বাধ্য হচ্ছেন, যদি এসবের ব্যবস্থা থাকতো তাহলে আরও ভালো দামে বিক্রি করতে পারতেন তারা।

ওডি/আরবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড