• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভোটারহীন কেন্দ্র, আছে শুধু পুলিশ আর আনসার

  গাইবান্ধা প্রতিনিধি

১৮ জুন ২০১৯, ১২:১১
নির্বাচন কেন্দ্র
জনশূন্য নির্বাচন কেন্দ্র (ছবি : দৈনিক অধিকার)

শেষ ধাপে ঢিলেঢালাভাবে চলছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন। মঙ্গলবার (১৮ জুন) কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরু হয়। ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

শিবরাম আলহাজ মো. হোসেন স্মৃতি স্কুল ও কলেজ কেন্দ্র গিয়ে দেখা যায় ভোটার উপস্থিতি তুলনামূলক কম। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার বাড়বে বলে মনে করছেন প্রিজাইডিং অফিসার আশাদুজ্জামান। দুইজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৪ জন চেয়ারম্যান প্রার্থী, ৬ জন ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ১৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৩৯ হাজার ২শ ১৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৬৫ হাজার ৩শ ৪৪ জন এবং নারী ভোটার ১ লক্ষ ৭৩ হাজার ৮শ ৭৪ জন। মোট ভোট কেন্দ্রর সংখ্যা ১শ ১১টি।

এ দিকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীরা হলেন- আশরাফুল আলম সরকার (নৌকা), আহসান হাবিব (লাঙল) খয়বর হোসেন সরকার (ঘোড়া) গোলাম আহসান হাবীব মাসুদ (মোটরসাইকেল)।

ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৬ জন। এরা হলেন- আব্দুর রাজ্জাক তরফদার (টিউবওয়েল), আল-শাহাদৎ জামান (তালা), আসাদুজ্জামান মনি (লাঙল) শওকত আলী (টিয়াপাখি), সফিউল ইসলাম (চশমা), সুরজিত কুমার সরকার (বৈদ্যুতিকবাল্ব)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন। এরা হলেন- আল্পনা রানী গোস্বামী (ফুটবল), উম্মে সালমা (হাঁস), হাফিজা বেগম (কলস), হোসনে আরা বেগম (লাঙল) ও ফেরদৌসী বেগম (প্রজাপতি)। নির্বাচন নিয়ে পৃথকভাবে কথা হলে সকল প্রার্থীসহ সাধারণ ভোটাররা প্রত্যাশা ব্যক্ত করে বলেন, এ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হোক।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড