• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

শান্তিপূর্ণভাবে চলছে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচন

  হবিগঞ্জ প্রতিনিধি, সিলেট

১৮ জুন ২০১৯, ১০:২৭
ভোটার
নির্বাচন কেন্দ্রে ভোটার (ছবি : দৈনিক অধিকার)

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ চলছে। মঙ্গলবার (১৮ জুন) সকাল ৮টা থেকে নবগঠিত এ উপজেলার ১৮টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়।

নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোটারের সংখ্যা ৪৫ হাজার ৬৪১ জন। এর মধ্যে পুরুষ ২২ হাজার ৬০৪ ও মহিলা ২৩ হাজার ৩৭ জন। সকালে প্রতিটি কেন্দ্রেই ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। নির্বাচনকে শান্তিপূর্ণ করতে র‌্যাব, বিজিবি ও পুলিশের স্টাইকিং ফোর্স, ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছেন।

শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, শান্তিপূর্ণভাবে নির্বাচনে ভোট গ্রহণ চলছে। কোথায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল নৌকায়, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল আনারস ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলী আহমেদ খান ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চেয়ারম্যানদের ন্যায় ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি গাজিউর রহমান ইমরান (মাইক), বিএনপি নেতা সৈয়দ তানবির আহমেদ জুয়েল (চশমা), আওয়ামী লীগ নেতা বদরুল আলম দিপন (টিউবওয়েল), খন্দকার শফিক মিয়া সরদার (তালা), মো. আব্দুল মতিন মাস্টার (বই) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেরা সুলতানা হ্যাপী (কলস), মমতাজ বেগম ডলি (প্রজাপতি), রুবিনা আক্তার (ফুটবল), পারভিন আক্তার (হাঁস) ও মুক্তা আক্তার (পদ্মফুল)।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড