• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

মামলা নিয়ে যাতে কাউকে কবরে যেতে না হয়

  সারাদেশ ডেস্ক

১৭ জুন ২০১৯, ২২:২০
কমিশনার আব্দুল মান্নান
সভায় বক্তব্য রাখছেন বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান ( ছবি : সংগৃহীত )

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান বলেছেন, মামলা মাথায় নিয়ে মানুষকে যাতে কবরে যেতে না হয় সে বিষয় বিবেচনায় রেখে বিচারক, পিপিসহ সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্ববান হতে হবে।

সোমবার (১৭ জুন) চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত সভায় এসব কথা বলেন বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান।

তিনি বলেন, বিচারক সংকটসহ বিভিন্ন কারণে আদালতে বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হচ্ছে না। ফলে মামলার জট ক্রমেই বাড়ছে। তাই বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

কমিশনার আরও বলেন, রমজান এলেই শুধু বাজার মনিটরিং কার্যক্রম ও ভেজালের বিরুদ্ধে অভিযান চালানো হয় বলে অনেকে মন্তব্য করেন। কিন্তু শুধু রমজানে নয়, বছরের ১২ মাস ভেজালবিরোধী অভিযান অব্যাহত রাখা হবে। যেখানে ভেজাল সেখানে আইন-শৃংখলা বাহিনীসহ সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে জেলা প্রশাসন।

সভায় আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান, স্থানীয় সরকারের বিভাগীয় পরিচালক দীপক চক্রবর্তী ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. নুরুল আলম নিজামী।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড