• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপকের কথা জানে না কর্তৃপক্ষ!

  সাইফুল্লাহ হাসান

১৬ জুন ২০১৯, ২২:৫৪
অগ্নিনির্বাপক যন্ত্র
মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র (ছবি : দৈনিক অধিকার)

মৌলভীবাজার জেলা সদরের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অগ্নিনির্বাপক যন্ত্র লাগানো রয়েছে। তাৎক্ষণিক অগ্নিকাণ্ড প্রতিরোধে এ যন্ত্রগুলো ব্যবহার করা হয়। কিন্তু এই সকল যন্ত্র কেনা পর্যন্তই থেমে গেছে কার্যক্রম। যন্ত্রগুলোর মেয়াদ পেরিয়েছে আরও ১ বছর আগে। কিন্তু সে ব্যাপারে কর্তৃপক্ষের কোনো ভ্রূক্ষেপ নেই। তাৎক্ষণিক কোনো দুর্ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন কার্যত অক্ষম এসব যন্ত্র।

সরেজমিনে, হাসপাতালের প্রতি তলার দেয়ালেই অগ্নিনির্বাপক যন্ত্র রয়েছে। তবে এসব অগ্নিনির্বাপক যন্ত্রের একটিরও মেয়াদ নেই। দেখা যায়, বেশ কয়েকটির মেয়াদ ২০১৮ সালের ১৪ মে তেই শেষ হয়ে গেছে। চলতি মাসের ৩ তারিখে কিছু যন্ত্রের মেয়াদ শেষ হয়ে গেছে। কোনও কোনও অগ্নিনির্বাপক যন্ত্রের গায়ে মেয়াদ ফুরানোর স্টিকারও ছেড়া দেখা যায়।

শফিকুল আলী নামে একজন রোগী বলেন, ‘এখানে মানুষজন আসেন ডাক্তার দেখাতে। কেউতো আর অগ্নিনির্বাপক যন্ত্রের মেয়াদ আছে কিনা সেদিকে খেয়াল করছে না। সরকারি হাসপাতালের যদি এই অবস্থা হয় হঠাৎ আগুন লাগলে কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিবেন? এরকম উদাসীনতা একেবারেই কাম্য নয়।’

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারতী দত্ত কানুনগো বলেন, ‘ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ নতুন কয়েকটি অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে গেছেন এবং আমাদের ট্রেনিং দিয়েছেন। পুরাতন গুলোর যে মেয়াদ শেষ হয়ে গেছে সে বিষয়ে আমি জানি না।’

ওডি/এমএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড